যার জন্য বানাইলাম ঘর 


প্রকাশের সময় : নভেম্বর ৩০, ২০২২, ৬:৪৬ অপরাহ্ণ / ৮৪
যার জন্য বানাইলাম ঘর 
হাবিবুর রহমান
আমি যার জন্য বানাইলাম ঘর
সে হইলো আমার পর
             কি এমন করেছিলাম ভ্রান্তি
             যে কারণে পাইলাম এমন শাস্তি।
গেল সেই যে চলিয়া
আমি ভালো নেই তাকে দুরে রাখিয়া
                আমি তার জন্য বানাইলাম ঘর
                 ভেবেছিলাম বাসরে  সাজব বর
আশায় আমার গুড়ে বালি
সে কাটলো আমার অমর প্রেমের নালি
                   আমি তার জন্য বানাইলাম ঘর
                  উপেক্ষা করেছি শত নয় হাজারো ঝড়
হইল  না সে অপেক্ষমান
যে কারনে পাইলাম আমি বিচ্ছেদের আহবান
                   আমি তার জন্য বানাইলাম ঘর
                  বির্বতনে হইলো সে আমার পর
প্রার্থনা থাকিল সৃষ্টিকর্তার উপর
সে আলোকিত যেন করে অন‍্যেরও ঘর
                    আমার বানানো ঘর রইলো পরে
                    অসীম মায়ায় অভিসিক্ত তার তরে।