মোদের  গুমাই বিল


প্রকাশের সময় : নভেম্বর ৩০, ২০২২, ১০:২৫ অপরাহ্ণ / ১০৫
মোদের  গুমাই বিল
মুহাম্মদ সিরাজুল ইসলাম
ঝাঁকে ঝাঁকে টিয়াপাখি
যাচ্ছে গুমাই বিল,
সোনার ফসল ধানে ভরা
খাচ্ছে অনাবিল।
হাতে কাঁচি হুইচা কাঁধে
ছুটেছে চাষি বিলে,
তারা বান্ধা ধানের ভোজা
আনছে কাঁধে তোলে।
চারিদিকে রাশি রাশি
ধান ফসলে ভরা,
হাসি খুশি কাটছে সবাই
বানছে ধানের তারা।
রাঙ্গুনিয়ার গর্বকরা
মোদের গুমাই বিল,
ধান ফসলে শস্য ভান্ডার
পাইতো খুঁজে মিল।
লক্ষ চাষি করছে কৃষি
রাখে মুখে হাসি,
মাঠের পানে ছুটছে রাখাল
হাতে মোহন বাঁশি ।
গুমায় বিলের খ্যাতি আছে
 শস্য ভান্ডার ধানে,
ফসলের মাঠ ধানে ভরা
সুখযে জাগে প্রানে।
চারিপাশে তাকাই আমি
জুড়ায় স্বাদের প্রাণ,
শস্য শ্যামল মাটি আমার
বাঁচায় জীবন মান।
গুমাই বিলের উত্তরেতে
আমার কুটির ঘর,
রাজানগর ইউনিয়নে
গ্রামযে হাকিম নগর।