মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪ অনুষ্ঠিত হবে বাংলাদেশে


প্রকাশের সময় : জুলাই ২৬, ২০২২, ৫:৫৫ অপরাহ্ণ / ৩৮৬
মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪ অনুষ্ঠিত হবে বাংলাদেশে

২০২৪ সালে মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে বাংলাদেশে। আজ বার্মিংহামে আইসিসির বোর্ড মিটিংয়ে এমন সিদ্ধান্ত হয়েছে। ২০২৪-২০২৭ সালের চক্রে আইসিসির মেয়েদের টুর্নামেন্টগুলোর আয়োজক দেশের নাম আজ চূড়ান্ত করেছে আইসিসি।

এর আগে ২০১৪ সালে এককভাবে টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করেছিল বাংলাদেশ। ওই সময়ে ছেলে ও মেয়েদের টুর্নামেন্ট হতো একসঙ্গেই। ফলে এবারই প্রথমবার এককভাবে মেয়েদের কোনো বড় টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ। ওই বছরের সেপ্টেম্বর-অক্টোবরে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ১০ দলের টুর্নামেন্টে হবে ২৩টি ম্যাচ।