মেট্রোর প্রথম যাত্রায় প্রধানমন্ত্রীর সঙ্গী যারা


প্রকাশের সময় : ডিসেম্বর ২৮, ২০২২, ৭:০৭ অপরাহ্ণ / ৬৩
মেট্রোর প্রথম যাত্রায় প্রধানমন্ত্রীর সঙ্গী যারা
নিজস্ব প্রতিবেদন,ঢাকা:  মেট্রোরেলের যুগে প্রবেশ করল বাংলাদেশ। নতুন যুগের সূচনা হয়েছে তীব্র যানজটের শহর ঢাকার গণপরিবহন ব্যবস্থায়।
বুধবার (২৮ ডিসেম্বর) বেলা ১১টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেট্রোরেল উদ্বোধন করেন।
জানা গেছে, দুই শতাধিক সঙ্গী যাত্রী নিয়ে দেশের প্রথম মেট্রোরেলের উদ্বোধনী যাত্রার যাত্রী হচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
উদ্বোধন উপলক্ষে উত্তরার দিয়াবাড়ি প্রান্তে আয়োজিত সুধী সমাবেশ থেকে জানানো হয়েছে, প্রথম যাত্রায় প্রধানমন্ত্রীর সঙ্গী হচ্ছেন বীর মুক্তিযোদ্ধা, স্কুল কলেজ ও মাদ্রাসা শিক্ষার্থী, মসজিদের ইমাম, পোশাক কর্মী, রিকশা চালক, সবজি বিক্রেতা, ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধি, ব্যবসায়ী আর সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা।
প্রথম যাত্রায় ট্রেনটি চালাবেন মরিয়ম আফিজা।
আর আগামীকাল বৃহস্পতিবার সকাল আটটা থেকে সাধারণ যাত্রীরা মেট্রোরেলে চড়তে পারবেন।