মিলেমিশে


প্রকাশের সময় : জানুয়ারি ২৪, ২০২৩, ৮:২৮ অপরাহ্ণ / ১০৪
মিলেমিশে
সৈয়দ ইসমাইল হোসেন জনি 
মুখের ভাষা খারাপ বলে
মনের ভাষা বুঝলি নারে ,
ভাসলি মিছে নয়নজলে
আমার খারাপ ব্যবহারে ।
আমার কতো আপন তোরা
কেমনে বুঝাই সেটা আমি ,
ভীষণ স্নেহ হৃদয় জোড়া
জানেন আমার অন্তর্যামী ।
আমার প্রিয় চোখের মণি
আত্মার মাঝে লালন করি ,
সর্বক্ষণে এস.আই. জনি
তোদের ঘিরে জীবন গড়ি ।
আমার মুখের ব্যবহারে
মনে আঘাত পাসনে তোরা,
কখনো ভুল বুঝিস নারে
দেবো তোদের সুখের ঘোড়া ।
পিতামাতার মনের ভাষা
উত্তম সন্তান বুঝে থাকে ,
সন্তান হলো সুখের আশা
ভুল বুঝিস না বাবা-মাকে ।
মায়ার শক্ত বন্ধন গড়ি
দুঃখের স্মৃতি ফেলবো নিচে ,
এখন থেকে শপথ করি
থাকবো আমরা মিলেমিশে ।