মিছে স্বপ্নের পিছু ছুটা


প্রকাশের সময় : জুন ৭, ২০২২, ৩:৩০ অপরাহ্ণ / ৪৩৪
মিছে স্বপ্নের পিছু ছুটা
মোঃ ইসহাক মিয়া
স্বপ্ন তার বিশ্ব জয়ী গুনী কবি হবে
হৃদ ভরা আশা নিয়ে লিখে রাতদিন।
মরে গিয়ে হতে চায় ধরাতে অম্লান,
লেখার মাঝে সে সবে অন্তরে বাঁচিবে।
বই প্রকাশের টাকা কোথা থেকে পাবে,
লেগে থাকে গৃহে যার নিত্য অনটন।
জেনে বুঝে সব কিছু মানে না যে মন,
ভাবে ডুবে লেখে তবু কবিত্ব স্বভাবে।
আশা তার দুরাশার আঁধারে হারায়,
লেখা গুলো পড়ে রয় ডায়েরির ভাঁজে।
রিক্ততার জন্যে থাকে  শত যন্ত্রণায়,
তাও সে লিখেই ক্ষণে ফেলে রেখে কাজ।
টাকা ছাড়া মস্ত কবি আদৌ কি হবার?
শুধু পন্ডশ্রম ইহা নহে কিছু আর।