মায়া …


প্রকাশের সময় : অক্টোবর ২৭, ২০২২, ৫:৫৮ অপরাহ্ণ / ৮২
মায়া …

 

সত্যি মায়া নামক বস্তুটা খুবই অদ্ভুত , যেটা প্রিয় মানুষ গুলোর প্রতি চুম্বকের মতো একটু একটু করে আকর্ষণ করে । জীবনে চলতে চলতে এক সময় দেখা যায় পুরোপুরি ভাবে তাঁর মায়ায় আবদ্ধ হয়ে তাঁর সাথে জড়িয়ে যায় । কিন্তু সময়ের ব্যাবধানে প্রিয় মানুষগুলো অন্য নতুন কোন
আকর্ষণে উল্টে গিয়ে হঠাৎ করেই বিকর্ষণ করা শুরু করে ।
আর সেই প্রিয় মানুষ গুলোকে আঁকড়ে ধরে কিছু সাদা মাটা মানুষ আছড়ে পড়ে যায় দুরে ।।

হটাৎ করে এমন আছড়ে পড়ায় কেউ কেউ ভেঙে টুকরো টুকরো হয়ে যায় । আর কেউ কেউ অযত্নে অবহেলায় পড়ে থাকে দিনের পরে দিন , প্রিয় মানুষগুলো তো ঠিক চলে যায় , কিন্তু স্মৃতি নামক কিছু ছোট ছোট ধারালো টুকরো রেখে যায় ।।

যেগুলো চাইলেও দূরে সরানো যায় না । মনের পুরোটা জুড়েই আষ্টেপৃষ্ঠে জড়িয়ে থাকে , আর একটু একটু করে মনটা ক্ষত বিক্ষত করতে থাকে ।

এভাবেই কেটে যায় দিনের পরে দিন , মায়া নামক আকর্ষণ টা আস্তে আস্তে কেটে যায় , নিজের আবেগ, অনুভূতি গুলো চূর্ণবিচূর্ণ হয়ে যায় । দিনের পর দিন অপেক্ষায় থাকে সেই মানুষের , কিন্তু সেই মানুষটা যত দিনে ফিরে আসে ততদিনে তাঁর প্রতি জমে থাকা মায়া গুলোর উপর শ্যাওলা জমে যায় ।।

সহ্য ক্ষমতা ও ধৈর্যের ও সীমানা অতিক্রম করে ফেলে ।।

সালিমা খান