মাঠ ছাপিয়ে সড়কেও মানুষ: বিএনপির সমাবেশ


প্রকাশের সময় : ডিসেম্বর ১০, ২০২২, ২:০৬ অপরাহ্ণ / ৬৬
মাঠ ছাপিয়ে সড়কেও মানুষ: বিএনপির সমাবেশ

নিজস্ব প্রতিবেদক:- ঢাকা: বিএনপির আলোচিত ঢাকা বিভাগীয় জনসমাবেশে শনিবার (১০ ডিসেম্বর) সকাল থেকেই হাজার হাজার নেতাকর্মীর ঢল নেমেছে।

সাধারণ নেতাকর্মীদের পাশাপাশি সকাল ৮টার আগেই সমাবেশস্থলে উপস্থিত হয়েছেন দলটির কয়েকজন কেন্দ্রীয় নেতা।

শনিবার সকালে সরেজমিনে সমাবেশের পার্শ্ববর্তী এলাকা মুগদা, মানিকনগর, কমলাপুর, গোপীবাগ, খিলগাঁও ঘুরে এমন চিত্রই দেখা গেছে।

সমাবেশস্থল রাজধানীর গোলাপবাগ খেলারমাঠ অভিমুখে দেশের বিভিন্ন জেলা উপজেলা থেকে দলে দলে মানুষ সমবেত হচ্ছেন।

বিএনপির একাধিক কেন্দ্রীয় নেতা বলছেন, এটা ঢাকা বিভাগীয় গণসমাবেশ বলা হলেও মূলত জাতীয় সমাবেশে রূপ নেবে। তারা মনে করেন, দীর্ঘদিন ক্ষমতাসীন দলের চাপে কোণঠাসা বিএনপির জন্য সমাবেশটি গুরুত্বপূর্ণ। এই সমাবেশ থেকে নতুন দিনের দিকনির্দেশনা পাবেন নেতাকর্মীরা।

সকাল ৮টার আগেই গোলাপবাগ মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। মাঠে জায়গা না পেয়ে নেতাকর্মীদের একটি বড় অংশই বসে পড়েছেন আশপাশের সড়কে।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মির্জা  আব্বাসসহ দলটির কেন্দ্রীয় নেতৃবৃন্দ গ্রেফতার থাকায় সমবেশের প্রধান অতিথি হিসেবে উপস্থিত দলটির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও চেয়ারপারসনের উপদেষ্টা ঢাকা উত্তরের আহ্বায়ক আমানুল্লাহ আমান।