ভোক্তা অধিকারের অভিযানে জরিমানা ২৮ হাজার: সুনামগঞ্জে


প্রকাশের সময় : নভেম্বর ২২, ২০২২, ৫:০০ অপরাহ্ণ / ৬৭
ভোক্তা অধিকারের অভিযানে জরিমানা ২৮ হাজার: সুনামগঞ্জে

জেলা প্রতিনিধি  সুনামগঞ্জ:- সুনামগঞ্জে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় চারটি ফার্মেসি ও একটি দোকানকে ২৮ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

মঙ্গলবার (২২ নভেম্বর) দুপুরে শহরের পৌর বিপণী ও সুনামগঞ্জ সদর হাসপাতাল পয়েন্টের সামনে এ জরিমানা করা হয়।

সুনামগঞ্জ জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল থেকে শহরের বিভিন্ন পয়েন্টে অভিযান চালানো হয়। এসময় মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়ায় রবিন ফার্মেসিকে তিন হাজার, মৌসুমি ফার্মেসিকে ১৫ হাজার, সেবা ফার্মেসিকে পাঁচ হাজার, মেডিসিন সেন্টারকে দুই হাজার টাকা এবং মেয়াদ উত্তীর্ণ বিভিন্ন খাবারের প্রোডাক্ট পাওয়ায় সাইদা এন্টারপ্রাইজকে তিন হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সুনামগঞ্জ ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. শফিকুল ইসলাম বলেন, আমাদের নিয়মিত অভিযানের অংশ হিসেবে বাজার ও হাসপাতাল পয়েন্টে অভিযান চালিয়েছি। এই এলাকায় বিভিন্ন ফার্মেসি ও মোদী দোকান পরিদর্শন করে যেসব অনিয়ম পাওয়া গেছে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। এই অভিযান অব্যাহত থাকবে।