ভাষার মাস


প্রকাশের সময় : ফেব্রুয়ারি ১, ২০২৩, ৪:০১ অপরাহ্ণ / ১৬৮
ভাষার মাস

মুহাম্মদ সিরাজুল ইসলাম।

পেলাম মোরা মাতৃভাষা
ফেব্রুয়ারি মাস,
এই ভাষাতে লেখালেখি
বর্ণমালার চাষ।

মাতৃভাষা মায়ের ভাষা
শ্রুতি মধুর গান,
রক্ত দিয়ে বাংলার দামাল
রাখলো ভাষার মান।

বর্ণমালায় সাজায় মোরা
জীবন বাতি ঘর,
সুখে দুখে গড়ি সবাই
কেউ নহে পর।

বাংলা আমার জীবন মরণ
ভাষা আমার প্রাণ,
মাতৃভূমির তরে সাজায়
সুরে ওঠায় তান।

ছন্দে বর্ণে শব্দমালয়
কাব্য উপন্যাস,
মনের ঘরে যত্ন করে
বর্ণমালার বাস।

লাল সবুজের উর্বল মাটি
ফসল ফলে বেশ,
স্বাধীন সোনার বাংলা আমার
প্রিয় বাংলাদেশ।