ভালোমানুষের আড়ালে কী ভয়ংকর রূপ! 


প্রকাশের সময় : জুন ৩, ২০২৩, ৫:০১ অপরাহ্ণ / ৮৩
ভালোমানুষের আড়ালে কী ভয়ংকর রূপ! 

মাজহারুল ইসলাম।

প্রচলিত শিক্ষায় উচ্চশিক্ষিত হয়ে রাজকর্মচারির উচ্চ আসনটি পেয়ে ভদ্র-ভালো মানুষটি সেজে কাজকর্ম সেরে চলেন তিনি।

তুষ্ট স্তাবকদের মুখে প্রচারিত ” ভালো মানুষ তিনি”।কিন্তু  আশ্চর্য ওই ভালো মানুষের আড়ালে

দেখেছিলাম সেদিন তার কী ভয়ংকর রূপ; ঠিক যেন ফণিমনসার পাকা টুকটুকে ফল!

এতদিন যাকে বিনীত শ্রদ্ধায় অন্ধ বিশ্বাসে ভালোবেসেছি কেবল মুগ্ধতায় : সে মোহ ভঙ্গ হলো আমার।

বুঝলাম বাহ্যিক সৌন্দর্যে কখনো সুন্দর হয়না কেউ, দেখতে হয় তার ভেতরের মানুষটাকে তার মানবিক রূপটিকে।

সাহিত্য প্রেমিক হিসেবে যে নিজেকে জাহির করেন সবই তার ভণিতা, ছলনা।

মনের ভাগাড়ে ভরা ছিল তার অহংকারের আবর্জনা!

সাধক যে শিক্ষাগুরুর পাঠ নিয়ে তিনি আজ ক্ষমতার আসনে আসীন, সে শিক্ষাগুরুকে যাচ্ছেতাই অপমানের বাক্যবাণে জর্জরিত করতে তার বাধলোনা মোটেও!

তাঁর এ বন্য জঘন্য আচরণে আমরা কেবলই

হতভম্ব অবাক হয়ে দাঁড়িয়েছিলাম তার দরবারে।

দেখেছি সেদিন আমরা এক রূপালি ময়ূরপুচ্ছধারি কর্কশ কালো কাক। দেখেছি সাদা সুবোধ বিড়ালরূপী এক হিংস্র কালো হায়েনা!