ভণ্ড কবি


প্রকাশের সময় : ডিসেম্বর ২৭, ২০২২, ১০:৫১ অপরাহ্ণ / ৯২
ভণ্ড কবি
রায়হান হোসেন
অর্থ আছে ভরি ভরি, খেলা তার হাতে,
আঁধারে সনদ মেডেল পেয়ে  দিশাহারা নাম পেতে,
টাকার বড়াই সেই তো করে যাদের নেই তো দাম,
টাকায় নাকি স্বর্গ মেলে ভণ্ড কবির নাম।
নামের কবি চোর কবি অনেক আছে অর্থের বিনিময়,
অর্থ দিয়ে সারা জীবন কি বাক্য চর্চা হয়?
এই সমাজে হরেক রকম চোরের ছড়াছড়ি
অর্থ দিয়ে ক্রেস মেডেল কিনে ভণ্ড কবি করে বাহাদুরি ।