বোদা পৌর সভাায় টিসিবির মালামাল বিতরনে ডিলারের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ।


প্রকাশের সময় : অক্টোবর ২৭, ২০২২, ৫:১৪ অপরাহ্ণ / ৫২০
 বোদা পৌর সভাায় টিসিবির মালামাল বিতরনে ডিলারের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ।
মাজহারুল ইসলাম পঞ্চগড় প্রতিনিধি।  পঞ্চগড়ের বোদা  পৌর সভার টিসিবি’র ডিলারের বিরুদ্ধে মালামাল বিতরনের বিস্তর অভিযোগ উঠেছে।গতকাল বুধবার  কিছু ব্যাক্তিদের নামেমাত্র পন্য দিয়ে বাকী মালামাল সব চোরাগলি দিয়ে বিক্রি করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
বোদা পৌর সভার টিসিবির ডিলার আলহাজ দুলাল হোসেন এবার টিসিবির মালামাল পৌর শহরের ৯টি ওয়াডের মধ্যে  বেশ কিছু  কার্ডধারী ব্যাক্তিদেরকে মাল না দিয়ে তড়িঘড়ি পৌরসভা থেকে মাল সরিয়ে নিয়ে বাজারে বিক্রি করেছে এমনও অভিযোগ পাওয়া গেছে।গতকাল ২৭ অক্টোবর বৃহস্পতিবার পৌর সভা চত্তরে কার্ডধারী ব্যাক্তিরা মালামাল না পেয়ে নিরাশ হয়ে চলে যায়। ছবিতে মালামাল না পাওয়া ব্যাক্তিরা হলেন, থানা পাড়ার ৭ নং ওয়াডের মহাদেব( ৪৭) সিপাইপাড়া গ্রামের ৬ নং ওয়াডের নুর নবী( ৬২) ১নং ওয়াড কলেজ পাড়ার জহিরুল (৫৫) ৩নং ওয়াডের অমরদাসের মোমিনুল ইসলাম (৪৫)১ নং ওয়াডের ভাসাই পাড়ার খালেক(৫০) ৪ নং ওয়াডের সর্দার পাড়া গ্রামের মাজহারুল ইসলাম(৬০) ১নং ওয়াডের নগরকুরী থানাপড়ার এমরান আলী মিলন( ৭০) সহ আরো অনেকেই মাল দেয়া হয়নি।
এ নিয়ে কার্ডধারীদের নিয়ে ঘটনাস্থলে পরস্পরের মধ্যে বচসা হয়।বিগত ডিলারের সময় এমন কোন ঘটনার সৃষ্টি হয়নি কিন্তু এবার এই নতুন ডিলারের এমন ধরনের কার্যক্রমে এলাকার লোকজন ও কার্ডধারীরা তীব্র সমালোচনা করেছেন।অবিলম্বে টিসিবির ডিলারের বিরুদ্ধে যথাযথ ব্যাবস্থা গ্রহনের জন্য অভিজ্ঞমহল জোর দাবী জানিয়েছেন।