বোদায় লক্ষ্যমাত্রা ছাড়িয়ে সরিষা 


প্রকাশের সময় : ফেব্রুয়ারি ২, ২০২৩, ৩:২৭ অপরাহ্ণ / ১২০
বোদায় লক্ষ্যমাত্রা ছাড়িয়ে সরিষা 
স্টাফ রিপোর্টারঃ পঞ্চগড়ের বোদা উপজেলায় এবার লক্ষ্যমাএা ছাড়িয়ো সরিষা চাষ হয়েছে। ভোজ্যতেলের মূল্যবৃদ্ধিতে সরিষার দাম বাড়ায় সরিষা চাষে আগ্রহ বাড়ছে কৃষকদের। বর্তমানে সরিষা ৪ হাজার টাকা মণ বিক্রি হচ্ছে। সেই সঙ্গে কৃষকরাও এবার ভালো ফলনের সম্ভাবনা দেখছেন। সরিষা চাষীরা জানান, এ বছর সরকারীভাবে বিনামূল্যে সার ও প্রণোদনা বীজ বিতরণ করায় কৃষকদের সরিষা আবাদে ব্যাপক আগ্রহ বৃদ্ধি পেয়েছে। সরিষাচাষী সবুজ জানান,গত বছর সরিষার ভালো দাম পাওয়ায় সরিষা চাষে আগ্রহ বেড়েছে কয়েকগুন।এব্যাপারে বোদা কৃষি সম্প্রসারন অফিসার আল মামুন বলেন, এবার বোদা উপজেলায় ৬ হাজার ৫ শত হেক্টর জমিতে লক্ষমাএা ধরা হয়েছে৷ অর্জিত হয়েছে ৮ হাজার ৫ শত হেক্টর।