বেলা অবেলা 


প্রকাশের সময় : নভেম্বর ৩০, ২০২২, ৬:১৮ অপরাহ্ণ / ৭৭
বেলা অবেলা 
প্রণাব মন্ডল
তোমার সাথে দেখা হয়নি আমার
দিন মাস বছর শেষে এগিয়েছে সময়।
নিদারুণ নিষ্ঠুরতায় পুড়েছে শ্বাস প্রশ্বাস
তবু যেন অপেক্ষা ছিল অম্লমধুর।
এই বুঝি এলে নিঃশব্দে
এই বুঝি হাত ধরে হেঁটে গেলে মেঠোপথে।
যেন এভাবে দেখা হয়েছে বহুবার
তোমার কবিতার সাথে
তোমার অদম্য উম্মাদনার মাঝে।
কি করে এত নিখুঁত বর্ণনায় তুলে ধরতে পার আমায়? কি করে?
একটি বারও তো দেখোনি কাছ থেকে।
বলেছ, আয়নার সামনে দাঁড়ালে তুমি
আমাকে দেখো।
তাই বলে এতটা স্পষ্ট?
অবাক হই সারা শরীর জুড়ে কয়টা তিল আছে
তাও তোমার জানা।
গায়ের চাপা রঙটাও বেশ চেনা
চোখের কোণে উঁকি দেয়া স্বপ্নটি
যথানিয়মে খোঁজ রাখা
কেমন করে এতটা বোঝ আমায়?
আমার সমস্ত ভাবনা উলট পালট করে দিতে
তোমার বিকল্প কাউকে খুঁজে পেলাম না,
তুমিই গড়েছ, তুমিই ভেঙেছ সব রীতি
এই চিত্তের যত অনিবার্য পরিণতি।
আমি কোথাও যাই নি আর একবারও
খুঁজিনি কখনো তোমার থাকা না থাকা,
আজন্ম করে চলেছি তোমার অবাধ্য আরাধনা।
শান্ত স্থির মগজে তোমাকে ভাবছি
বেলা অবেলা সারাবেলা।