বীরের জাতি  


প্রকাশের সময় : নভেম্বর ১৯, ২০২২, ৫:৫৫ অপরাহ্ণ / ৮৩
বীরের জাতি  
সৈয়দ ইসমাইল হোসেন জনি 
দেশকে যারা বাসেন ভালো
তাদের জন্য করবো দোয়া ,
জ্বালায় তারা সুখের আলো
জাগায় মনে প্রেমের ছোঁয়া ।
স্বদেশ প্রীতি থাকলে মনে
দেশের স্বার্থে লড়াই করে ,
বীরের মতো প্রত্যেক জনে
জুলুম মুক্ত স্বদেশ গড়ে ।
জীবন দিয়ে দেশের জন্য
করেন যুদ্ধ অনেক লোকে ,
এমনিভাবে জীবন ধন্য
হন যে গণ্য সবার চোখে ।
মুক্তির লক্ষ্যে করলো যুদ্ধ
আবালবৃদ্ধ দামাল ছেলে ,
দেশটা তাতে হইলো শুদ্ধ
যুদ্ধের ফলে স্বাধীন মেলে ।
দেশের লাগি জীবন দেবো
মরতে হলে মরবো আরো ,
আঘাত পেলে বদলা নেবো
হইবো নাকো অধীন কারো ।
উঠবে ফুটে আলোর রেখা
টুটবে যতো আঁধার রাতি ,
স্বর্ণের বর্ণে থাকবে লেখা
আমরা সেরা বীরের জাতি ।