বিশ্ব বিদ্যালয়ের পড়ুয়া শিক্ষার্থীর দরিদ্র বাবাকে একটি ব্যাটারিচালিত ভ্যানগাড়ী উপহার দিয়ে মানবতার উজ্জল দৃষ্টান্ত রাখলেন পঞ্চগড়ের জেলা প্রশাসক জহুরুল ইসলাম


প্রকাশের সময় : জানুয়ারি ৩১, ২০২৩, ১০:৫৬ অপরাহ্ণ / ৩১৮
বিশ্ব বিদ্যালয়ের পড়ুয়া শিক্ষার্থীর দরিদ্র বাবাকে একটি ব্যাটারিচালিত ভ্যানগাড়ী উপহার দিয়ে মানবতার  উজ্জল দৃষ্টান্ত রাখলেন পঞ্চগড়ের জেলা প্রশাসক জহুরুল ইসলাম

মাজহারুল ইসলাম পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয়ে গত ৩১ জানুয়ারী মঙ্গলবার দুপুরে পঞ্চগড়ের কমলাপুর এলাকার দরিদ্র শিক্ষার্থী বিশ্ব বিদ্যালয়ের ইংরেজী বিভাগে অনার্সের পড়ুয়া প্রথম বর্ষের ছাত্রের দরিদ্র ভ্যান চালক বাবা হাসিবুল ইসলাম (৫৫) কে একটি ব্যাটারিচালিত অটো ভ্যান ক্রয় করে তাঁর হাতে তুলে দেন।

জানা যায়, মেহেদী হাসান রংপুর বেগম  রোকেয়া বিশ্ব বিদ্যালয়ের ইংরেজী বিভাগের অনার্সের প্রথম বর্ষের মেধাবী শিক্ষার্থী ছিলেন। সূত্রটি জানায়, ছেলেকে বিশ্ব বিদ্যালয়ে ভর্তী করার সময় জিবন জিবীকার একমাত্র আয়ের উৎস তাঁর ভ্যান গাড়ীটি বিক্রি করে ছেলেকে ভর্তী করান।এই হত দরিদ্র পিতার সংবাদটি জেলা প্রশাসক মহোদয় জানতে পেরে শিক্ষার্থীর বাবাকে ডেকে এনে ৩৫ হাজার টাকা মূলের একটি ব্যাটারী চালিত অটো ভ্যান তুলে দিয়ে  মানবতার একটি উজ্জল দৃষ্টান্ত রাখেন। এসময় জেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা ও বোদা পাথরাজ সরকারি কলেজের অধ্যক্ষ আমিনুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। শুধু তাই তিনি মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করার লক্ষে পঞ্চগড় জেলায় সর্বত্রে সততার সাথে  বিভিন্ন জনকল্যাণমূলক কাজ কর্ম চালিয়ে যাচ্ছেন।