বিল বকেয়া: ঢাকায় ৩০০০ গ্রাহকের সংযোগ বিচ্ছিন্ন করছে তিতাস


প্রকাশের সময় : নভেম্বর ১৪, ২০২২, ৪:৫১ অপরাহ্ণ / ৭৫
বিল বকেয়া: ঢাকায় ৩০০০ গ্রাহকের সংযোগ বিচ্ছিন্ন করছে তিতাস

নিজস্ব প্রতিবেদন:-  বিল বকেয়া: ঢাকায় ৩০০০ গ্রাহকের সংযোগ বিচ্ছিন্ন করছে তিতাস

বিল বকেয়া রাখায় ঢাকায় ৩০০০ আবাসিক গ্রাহকের সংযোগ বিচ্ছিন্ন করছে বিতরণ সংস্থা তিতাস।

সোমবার সকালে থেকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকায় বিচ্ছিন্নকরন অভিযান শুরু হয়েছে।

তিতাসের রাজস্ব শাখার জিএম রশিদুল আলম এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ঢাকার রামপুরা ব্রিজ থেকে উত্তরা এবং কারওয়ান বাজার থেকে সাতারকুল পর্যন্ত এলাকা তিতাসের কুড়িল কার্যালয়ের আওতায় পড়েছে। এসব এলাকার প্রায় তিন হাজার আবাসিক গ্রাহকের বিল বকেয়া রয়েছে, যা দীর্ঘদিন তাগাদা দেওয়ার পরও তারা পরিশোধ করছেন না।