বিএনপির গনমিছিলে নেতা কর্মীদের উপর পুলিশের লাঠিচার্জ,  সংঘর্ষ নিহত- ১ আহত-২০


প্রকাশের সময় : ডিসেম্বর ২৪, ২০২২, ৬:১০ অপরাহ্ণ / ১৭৫
বিএনপির গনমিছিলে নেতা কর্মীদের উপর পুলিশের লাঠিচার্জ,  সংঘর্ষ নিহত- ১ আহত-২০
মাজহারুল ইসলাম পঞ্চগড় প্রতিনিধিঃ– পঞ্চগড় জেলায় বিএনপির কেন্দ্রীয় ঘোষিত গণমিছিলের অংশ হিসেবে গত ২৪ ডিসেম্বর  পঞ্চগড় জেলার কর্মসূচিতে বিএনপির নেতা কর্মীরা গনমিছিলে জড়ো হলে পুলিশের সাথে বিএনপি কর্মীদের সংঘর্ষ বাধে।
একপর্যায়ে পুলিশের সাথে কর্মীদের ধাক্কা ধাক্কি শুরু হয়।পুলিশের  লাঠিপেটা শুরু করলে কর্মীরা ছত্রভঙ্গ হয়ে এদিক সেদিক দৌড়াদৌড়া করে পালানোর চেষ্টা চালায়।
এ সময়  দেয়াল টপকাতে গিয়ে বোদা থানার ময়দানদিঘির হরিপুর এলাকার আব্দুর রশিদ দেয়ালের সাথে ধাক্কা লেগে  মাথায় আঘাত পেয়ে মাটিতে পড়ে যায় এবং প্রচুর রক্তক্ষরণে ঘটনাস্থলে নিহত হন।
নিহত ব্যাক্তি বোদা উপজেলার ময়দানদীঘি ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুর রশিদ আরেফিন (৫০) নিহত হয়েছেন বলে পঞ্চগড় থানা সূত্রে জানা গেছে।এদিকে পুলিশের লাঠিপেটা ও ধাওয়া খেয়ে জেলা যুবদলের সাধারণ সম্পাদক বাবু সহ প্রায় ২০/২৫ জন নেতা কর্মী আহত হয়েছেন বলেছেন বলে উপস্থিত বিএনপির নেতাকর্মীরা জানান।
পুলিশের বর্বরোচিত হামলায় বিএনপির কেন্দ্রীয় কমিটির অন্যতম সম্মানিত সদস্য সচিব পঞ্চগড় জেলা বিএনপির জননেতা ফরহাদ হোসেন আজাদ নিহত আব্দুর রশিদ
আরেফিন  ও জেলা যুবদলের সাধারন সম্পাদক বাবু সহ অসংখ্য নেতা কর্মী আহত হওয়ায় তাঁদের  প্রতি  গভীর শোক সমবেদনা, জানান এবং পুলিশের প্রতি তীব্র নিন্দা ক্ষোভ জানিয়েছেন।