বাংলা মর্ম বাণী


প্রকাশের সময় : ডিসেম্বর ১৩, ২০২২, ৫:৪৭ অপরাহ্ণ / ৯১
বাংলা মর্ম বাণী

রায়হান শরীফ রংপুর:-  অন্যের বিপদে আনন্দিত হয়ো না। কারণ আল্লাহ তাকে বিপদ থেকে রেহাই দিয়ে সে বিপদ তোমার ওপর আপতিত করতে পারেন।

-ওয়াসিলা ইবনে আল আসকা (রা); তিরমিজী ২৫. তোমরা মানুষকে আশার বাণী শোনাবে। নিরাশার কথা বলে তাদের হতাশ করে দেবে না।

উদারতা প্রদর্শন করবে। রূঢ় আচরণ করবে না। -আবু মুসা আশয়ারী (রা); বোখারী, মুসলিম ২৬. আল্লাহকে স্মরণ করো।

তোমার দায়িত্ব ও তোমার কর্মের জন্যে তোমাকেই জবাবদিহি করতে হবে। -আবদুল্লাহ ইবনে ওমর (রা); বোখারী
৩৪.  যে ব্যক্তি আল্লাহর সাথে সম্পর্কের ব্যাপারে যত্নশীল হয়, আল্লাহ তার মানবীয় পারস্পরিক সম্পর্কের ব্যাপারে যত্ন নেন। – আবদুল্লাহ ইবনে আমর (রা); হাকেম
৩৫.  যে তোমার সাথে সম্পর্ক ছিন্ন করে, তুমি তার সাথে সম্পর্ক বজায় রাখো। যে তোমাকে ফিরিয়ে দিয়েছে, তাকে তুমি দান করো। যে তোমার ওপর অন্যায় করেছে, তাকে তুমি ক্ষমা করো। এটাই সুন্দর চরিত্রের প্রকাশ। -উকবা ইবনে আমর (রা); বায়হাকি
1 ঝগড়া-বিবাদ ধর্মপরায়ণতার বিনাশ ঘটায়। ভুল বোঝাবুঝি ও ঝগড়া-বিবাদ দূর করে শান্তি স্থাপন করা নামাজ, রোজা ও সাদাকার চেয়ে উত্তম কাজ। -আবু দারদা (রা); আবু দাউদ, তিরমিজী
৩৭.  তোমরা পিতামাতার খেদমত করো। তোমাদের সন্তানেরা তোমাদের খেদমত করবে। নিজেরা অশালীন কাজ থেকে বিরত থাকো। তোমাদের স্ত্রীদের চরিত্র আল্লাহ হেফাজত করবেন।
-ওমর ইবনে খাত্তাব (রা); তাবারানী