বাংলা মর্মবাণী


প্রকাশের সময় : নভেম্বর ৮, ২০২২, ১০:০৩ অপরাহ্ণ / ১১০
বাংলা মর্মবাণী

মোঃ রায়হান শরীফ, স্টাফ রিপোর্টার, রংপুর ।

আত্মসাৎ ও ঘুষ
খায়বরের যুদ্ধের দিন একদল সাহাবী যুদ্ধে যারা শহিদ হয়েছেন, এক এক করে তাদের নাম বলছিলেন। হঠাৎ তারা (কিরকিরা নামক) একজনের লাশ দেখতে পেয়ে বলে উঠলেন,
সে-ও শহিদ হয়েছে । নবীজী (স) বললেন, কখনো নয় । আমি একটু আগেই তাকে একটি চাদর আত্মসাৎ করার দায়ে জাহান্নামে দেখেছি। (পরে অনুসন্ধান করে তার জিনিসপত্রের মধ্যে চাদরটি পাওয়া গেল) -ওমর ইবনে খাত্তাব (রা); মুসলিম
জনপ্রশাসনের কোনো পদে কেউ নিযুক্ত হলে তাকে তার এখতিয়ারে সংগৃহীত ছোট-বড় সবকিছুরই হিসাব দিতে হবে। ব্যক্তিগতভাবে তা থেকে সে শুধু অনুমোদিত পরিমাণই গ্রহণ করতে পারবে। যা নেয়া থেকে তাকে বারণ করা হবে, তা কখনোই নেবে না। (যদি নেয়, তবে সে আমানতের খেয়ানতকারী হিসেবে গণ্য হবে।)
-আদী ইবনে উমাইরাহ (রা); মুসলিম, আবু দাউদ
মিথ্যুক, অঙ্গীকার ভঙ্গকারী, বিশ্বাস ভঙ্গকারী ও আমানতের খেয়ানতকারী কখনোই আমার অনুসারী হতে পারে না।
-আবু হুরায়রা (রা); বোখারী
কেউ যদি মিথ্যা শপথের মাধ্যমে কারো সম্পত্তি বা তুচ্ছ কিছুও আত্মসাৎ করে, তবে তার জন্যে জান্নাত হারাম হয়ে যাবে । জাহান্নামের আগুনই হবে তার নিয়তি ।
-আবু উমামা আয়াস ইবনে সালাবা (রা); মুসলিম