বাংলা মর্মবাণী


প্রকাশের সময় : নভেম্বর ২১, ২০২২, ৬:২৫ অপরাহ্ণ / ১০৫
বাংলা মর্মবাণী
রায়হান শরীফ স্টাফ রিপোর্টার রংপুর:- ঘাত-প্রতিঘাতে না পড়লে সহনশীল হওয়া যায় না, অভিজ্ঞতা ছাড়া প্রাজ্ঞ হওয়া যায় না ।
– আবু সাঈদ খুদরী (রা); তিরমিজী, বোখারী
বুদ্ধিমান সেই ব্যক্তি, যে প্রবৃত্তিকে নিজের নিয়ন্ত্রণে রাখে এবং আখেরাতের জন্যে কাজ করে। আর নির্বোধ সেই ব্যক্তি,
যে প্রবৃত্তির দাসত্ব করে এবং প্রত্যাশা করে যে, তার খায়েশ আল্লাহ পূরণ করে দেবেন আর পরকালে সে কোনো না কোনোভাবে পার পেয়ে যাবে। – শাদ্দাদ ইবনে আওস (রা); তিরমিজী
২১.
একজন মানুষ বহু বছর সৎকর্ম করার পর পাপাচারে লিপ্ত হয়ে পড়তে পারে। আর পাপাচারী হিসেবেই মৃত্যুবরণ করতে পারে। আবার একজন বহু বছর পাপাচারে লিপ্ত থাকার পর সৎকর্মে একাত্ম হতে পারে এবং সৎকর্মশীল হিসেবে মৃত্যুবরণ করতে পারে।
-আবু হুরায়রা (রা); মুসলিম
আলস্য ও কর্মবিমুখতা যাকে পিছিয়ে দেয়, সৎকর্মে যে পিছিয়ে পড়ে, বংশপরিচয় তাকে কখনো এগিয়ে দেবে না।
-আবু হুরায়রা (রা); মুসলিম
23.
ধীরস্থিরভাবে কাজ করো। সহনশীল হও। মানুষের মাঝে এই দুটি গুণকে আল্লাহ বেশি পছন্দ করেন। -আবদুল্লাহ ইবনে আব্বাস (রা); তিরমিজী, মুসলিম