বাংলা মর্মবাণী


প্রকাশের সময় : নভেম্বর ১৯, ২০২২, ৮:২১ অপরাহ্ণ / ১১৯
বাংলা মর্মবাণী
রায়হান শরীফ স্টাফ রিপোর্টার রংপুর:-   আল্লাহ যখন কাউকে অনুগ্রহ-সম্পদ নিতে চান, তখন তাকে পার্থিব বিপদ-আপদ প্রতিকূলতার মুখোমুখি ঠেলে দেন।
-আবু হুরায়রা (রা): বোখারী
১৫.
কখনো মনে করবে না যে, কাজটি আমি পারব না। যে কাজ তোমার জন্যে কল্যাণকর, তা পূর্ণোদ্যমে করো এবং আল্লাহর সাহায্য প্রার্থনা করো।
-আবু হুরায়রা (রা): মুসল
১৬.
সাধারণ বিশ্বাসীর চেয়ে অটল বিশ্বাসীকে আল্লাহ বেশি পছন্দ করেন। প্রতিটি কল্যাণকর কাজে সাহস করে ঝাঁপিয়ে পড়ো। আল্লাহর কাছে তা চাও এবং পাওয়ার জন্যে বিরামহীনভাবে লেগে থাকো। নিজের ওপর বিশ্বাস রাখো। কখনো হাল ছেড়ে দিও না। কোনো বিপদ-মুসিবত এলে কখনো বোলো না যে, “যদি এটা না করতাম তাহলে এ বিপন হতো না’। কারণ এই ‘যদি’ শব্দটি বিভ্রান্তির দরজা খুলে দেয়। বরং বলো, “আল্লাহ যা নির্ধারিত করেছেন, তা-ই হয়েছে”। (আর ভবিষ্যতে কী করতে পারো, তার পরিকল্পনা করো।) -আবু হুরায়রা (রা): মুসলিম, ইবনে মাজাহ
১৭.
যারা বিপদ-আপন-পরীক্ষাকে দুর্ভাগ্য মনে করে,
যারা সহজে কাজ হয়ে যাওয়াকে সৌভাগ্য মনে করে, তারা কখনো সম্মানিত অগ্রগামী বিশ্বাসীদের অন্তর্ভুক্ত হতে পারবে না।
-আবদুল্লাহ ইবনে আব্বাস (রা) তাবারানী
১৮.
বিবেক দংশিত হয় এমন কিছু কোরো না। – হাসান ইবনে আলী (রা) মেশকাত