বাংলা মর্মবাণী


প্রকাশের সময় : নভেম্বর ১৯, ২০২২, ৮:২০ অপরাহ্ণ / ১০৮
বাংলা মর্মবাণী
রায়হান শরীফ স্টাফ রিপোর্টার রংপুর:-
দৃষ্টিভঙ্গি
যে তার দৃষ্টিভঙ্গি পরিবর্তন করবে, আল্লাহ তার পারিপার্শ্বিক পরিস্থিতি বদলে দেবেন। -আবদুল্লাহ ইবনে আমর (রা); হাকেম
১২.
ভালো সময়ে আল্লাহকে স্মরণ করো,
তাহলে দুর্দিনে তিনি তোমাকে দেখবেন।
জেনে রাখো, যা তুমি পাও নি তা তোমার নয়।
যা তোমাকে ভুল পথে নিয়ে যায়,
তা কখনো তোমাকে সত্যে পৌঁছাবে না।
আর যা তোমাকে ভালো কাজে সাহায্য করে,
তা কখনো বিভ্রান্তির পথে নেবে না। মনে রেখো, অবিচল বিশ্বাস ও নিরলস পরিশ্রমই আল্লাহর সাহায্যপ্রাপ্তির পথ। দুঃখকষ্ট, সংগ্রামের পথেই আসে সমৃদ্ধি।
আর দুঃসময়ের পরেই আসে সুসময়,
প্রতিটি দুঃখের সাথেই সুপ্ত আছে সুখ ।
-আবদুল্লাহ ইবনে আব্বাস (রা); নাসাঈ, রিয়াদুস সালেহীন
১৩.
কঠোর পরিশ্রমই উত্তম পুরস্কার আনে।
আল্লাহ যখন কারো মঙ্গল চান,
তখন তাকে পরীক্ষায় ফেলেন।
যে ব্যক্তি ইতিবাচকভাবে বিষয়টি গ্রহণ করে,
আল্লাহ তার প্রতি সন্তুষ্ট হন (সে বিজয়ী হয়)। আর যে বিরক্তি ও নেতিবাচক প্রতিক্রিয়া ব্যক্ত করে, আল্লাহ তার ওপর অসন্তুষ্ট হন (সে ব্যর্থ হয়)। -আনাস ইবনে মালেক (রা); তিরমিজী, ইবনে মাজাহ