বাংলা মর্মবাণী


প্রকাশের সময় : নভেম্বর ১৯, ২০২২, ৮:১৬ অপরাহ্ণ / ১০০
বাংলা মর্মবাণী
রায়হান শরীফ স্টাফ রিপোর্টার রংপুর:- আল্লাহর সারির লক্ষ্য ছাড়া যা-ই করো না কেন, তা পরিণামে ব্যর্থ হবে। তাই ‘বীর’ উপাধি পাওয়ার জন্যে যুদ্ধ কোরো না। “জ্ঞানী” বলে স্বীকৃতি পাওয়ার উদ্দেশ্যে জ্ঞানার্জন ও জ্ঞান বিতরণ কোরো না। “দাতা” বলে পরিচিত হওয়ার জন্যে দান কোরো না। করলে মহাবিচার নিবসে তোমাকে উপুড় করে জাহান্নামে নিক্ষেপ করা হবে। (তোমার বাহ্যিক কর্মকাণ্ড নয়, আল্লাহ দেখবেন তোমার অন্তর। কর্মফল পাবে নিয়ত বা অন্তর্গত অভিপ্রায় অনুসারেই।)
আর্থিকভাবে স্বনির্ভর হওয়ার জন্যে, পরিবারের ভরণপোষণের জন্যে, প্রতিবেশীদের সাহায্য করার জন্যে বৈধ পন্থায় সম্পদ অর্জনের আন্তরিক চেষ্টা করো। মহাবিচার দিবসে তোমার চেহারা পূর্ণিমার মতো দীপ্যমান হবে। কিন্তু যদি তোমার অর্থ উপার্জনের লক্ষ্য হয় পার্থিব ভোগবিলাস, শানশওকত প্রদর্শনী এবং মানুষের বাহবা পাওয়া তবে মহাবিচার দিবসে তুমি প্রভুর রোষানলে ভস্মীভূত হবে। আৰু হুরায়রা (রা) মেশকাত, বায়হাকি
মানুষকে দেখানোর জন্যে বা মানুষের বাহবা পাওয়ার জন্যে যে ভালো কাজ করবে, তার কোনো পুরস্কার মহাবিচার দিবসে আল্লাহ দেবেন না।
– উবাই ইবনে কাব (রা)
যে নিজের দম্ভ প্রকাশ করার জন্যে কোনো সৎকর্ম করে,
আল্লাহ তাকে মহাবিচার দিবসে সবার সামনে লাঞ্ছিত করবেন। আর যে লোক-দেখানোর জন্যে কোনো ভালো কাজ করবে, আল্লাহ তাকে মুনাফেকের কাতারভুক্ত করবেন। -সুন্দুর ইবনে আবদুল্লাহ (রা): বোখারী, মুসলিম