বসন্ত তোমার প্রতীক্ষায়


প্রকাশের সময় : সেপ্টেম্বর ২৬, ২০২২, ১১:০৬ পূর্বাহ্ণ / ১৬৭
বসন্ত তোমার প্রতীক্ষায়

মোঃ জাহাঙ্গীর আলম

 সখী তোমার মেঘ কালো কেশে  বসন্ত দৌলে,
যেন শিমুল পলাশ কথা কয়।
তোমাকে যতই কাছে পায়,
যেন থেকে যাই শুধু, তোমায় হারাবার ভয়।
সবকিছু পাওয়া হবে, যদি তোমায় এ মন পায়,
জানিনা, এই মন নাকি ওই বসন্ত  তোমার কাছে বারে বারে কি চাই।
আজ তোমায় নিয়ে পাখা মেলবো ওই ফাল্গুনী হাওয়াই,
সখী তোমার মেঘ কালো কেশে বসন্ত দৌলে, যেন শিমুল পলাশ ও লজ্জা পাই।
বসন্ত তোমার মায়াবী টানে, আমায় নিলে কেন জড়িয়ে,
আমার দেওয়া সেই চিঠিখানা, আমায় না বলেই কেন? দিলে আজ উড়িয়ে।
তুমি তো জানো! তোমার প্রতীক্ষায় এখনো কে যেন আছে বসে,
হয়  তোমার বুকে ভাসিয়ে দাও, না হয় নিয়ে যাও তোমার দেশে।
সখী তোমার মেঘ কালো কেশে বসন্ত দোলে যেন শিমুল পলাশ কথা কয়,
শূন্য খাতা আজ উড়িয়ে দিলাম কোকিলের ডানায়।
বিশুদ্ধ প্রেম ছড়িয়ে দাও আজ অবনী ও বৃক্ষ মেলায়,
প্রকৃতি আবার উঠুক মেতে তোমার ফাল্গুনী হাওয়ায়।
আম্র মুকুল ছোট্ট বকুল ওই কৃষ্ণচূড়ার লালে ,
তুমি তো তোমার ভালোবাসা টুকু নিঃস্বার্থ ভাবে যেন, সব দিয়েছো ঢেলে।