বংশালে লেগুনার ধাক্কায় আহত নারীর মৃত্যু


প্রকাশের সময় : নভেম্বর ২৬, ২০২২, ৬:০৪ অপরাহ্ণ / ৮৯
বংশালে লেগুনার ধাক্কায় আহত নারীর মৃত্যু

ঢামেক প্রতিবেদক:- রাজধানীর বংশালের মালিটোলা এলাকায় লেগুনার ধাক্কায় আহত মোছা. সালমা বেগমের (৫৫) মৃত্যু হয়েছে। শনিবার (২৬ নভেম্বর) ভোরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার তার মৃত্যু হয়।

শুক্রবার (২৪ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢামেকে ভর্তি করা হয়।

নিহতের মেযয়েজামাই মনির হোসেন বলেন, আমার শাশুড়ি মালিটোলার পুরানা মোগলটুলি এলাকায় থাকতেন। শুক্রবার মোগলটুলি থেকে আমার বাসা বংশালে আসার পথে রাস্তা পারাপারের সময় লেগুনার ধাক্কায় গুরুতর আহত হন। তাকে গুরুতর আহত অবস্থায় প্রথমে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে দ্রুত ঢামেকে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, তাদের গ্রামের বাড়ি মুন্সিগঞ্জ জেলায়। পুরানা মোগলটুলির ৬৬/এ নম্বর বাসায় ভাড়া থাকতেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

তিনি আরও জানান, এ দুর্ঘটনায় দায়ী লেগুনাটি জব্দের পাশাপাশি চালককে আটক করেছে বংশাল থানা পুলিশ।