ফেনীতে ভোটার বেড়েছে ১০ শতাংশ, পুরুষের চেয়ে নারী বেশি


প্রকাশের সময় : ডিসেম্বর ১২, ২০২২, ৮:৩৪ অপরাহ্ণ / ৮০
ফেনীতে ভোটার বেড়েছে ১০ শতাংশ, পুরুষের চেয়ে নারী বেশি

জেলা প্রতিনিধি:-  ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম ২০২২-এ ফেনীতে ভোটার বেড়েছে ১ লাখ ১৯ হাজার ৩৯ জন। পুরুষ ভোটার বেড়েছে ৫৭ হাজার ১১০ জন। নারী বেড়েছে ৬১ হাজার ৯২৯। নতুন ভোটার বেড়েছে ১০ শতাংশ।

এছাড়া মৃত ভোটার কর্তন হয়েছে ১৯ হাজার ৩৩৪ জন, ১৮ বছরের নিচে ৪৭ হাজার ৪০৭ জন। মোট ভোটার ১২ লাখ ৪২ হাজার ৪৮৫ জন। জেলা নির্বাচন অফিস সূত্রে এসব তথ্য জানা গেছে।

জেলা নির্বাচন অফিস সূত্র আরও জানা যায়, ফেনী সদর উপজেলায় ভোটার বেড়েছে ৩৭ হাজার ৪৬৮ জন। এর মধ্যে পুরুষ ১৭ হাজার ৩৮৪, নারী ২০ হাজার ৮৪ জন। ভোটার বৃদ্ধির হার শতকরা ৯ দশমিক ৬৩। ফুলগাজী উপজেলায় ভোটার বেড়েছে ৮ হাজার ৭৯৯ জন, এর মধ্যে পুরুষ ৪ হাজার ৩০৬ জন, নারী ৪ হাজার ৪৯৩। বৃদ্ধির হার শতকরা ৯ দশমিক ২২।

পরশুরামে ভোটার বেড়েছে ৯ হাজার ৭২৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৪ হাজার ৯৩৪ জন, নারী ৪৭৯১ জন। ভোটার বৃদ্ধির হার শতকরা ১১ দশমিক ২১। ছাগলনাইয়া উপজেলায় ভোটার বেড়েছে ১৫ হাজার ৫৭৫ জন। পুরুষ ভোটার ৭ হাজার ৬৯১ জন, নারী ভোটার ৭ হাজার ৮৮৪, বৃদ্ধির শতকরা হার ৯ দশমিক ৫১।

সোনাগাজীতে ভোটার বেড়েছে ২২ হাজার ৫০০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১১ হাজার ৩১৮, নারী ১১ হাজার ১৮২ জন। বৃদ্ধির শতকরা হার ৯ দশমিক ৯। দাগনভূঞায় ভোটার বেড়েছে ২৪ হাজার ৯৭২ জন। পুরুষ ভোটার ১১ হাজার ৪৭৭ জন, নারী ভোটার ১৩ হাজার ৪৯৫। শতকরা বৃদ্ধির হার ১০ দশমিক ৯৬।

এর আগে ফেনীতে মোট ভোটার ছিল ১১ লাখ ৯০ হাজার ১৮৭ জন। এর মধ্যে সদর উপজেলায় ৩ লাখ ৮৯ হাজার ৮১ জন। সোনাগাজী উপজেলায় ২ লাখ ২৭ হাজার ২১০ জন। ফুলগাজীতে ৯৫ হাজার ৪৬০ জন, পরশুরামে ৮৬ হাজার ৭১৭ জন। দাগনভূঞায় ২ লাখ ২৭ হাজার ৯৪৫ জন, ছাগলনাইয়া ১ লাখ ৬৩ হাজার ৭৭৪ জন।

ফেনী জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ নাছির উদ্দিন পাটোয়ারী জানান, চলতি বছরের ২০ মে থেকে ৩১ আগস্ট পর্যন্ত তথ্য সংগ্রহ চলে। ১১ জুন থেকে নিবন্ধন শুরু হয়ে ১৮ নভেম্বর পর্যন্ত নিবন্ধন কার্যক্রম চলে। জেলায় বিদ্যমান ভোটার ছিল ১১ লাখ ৯০ হাজার ১৮৭ জন। নতুন ভোটার হয়েছে ১ লাখ ১৯ হাজার ৩৯ জন। মৃত ভোটার কর্তন হয়েছে ১৯ হাজার ৩৩৪ জন। ১৮ বছরের নিচে ৪৭ হাজার ৪০৭ জন। এখন নতুনসহ মোট ভোটার ১২ লাখ ৪২ হাজার ৪৮৫ জন।