ফুল


প্রকাশের সময় : মার্চ ২৪, ২০২৩, ২:০০ অপরাহ্ণ / ৯৪
ফুল
মুহাম্মদ আলম জাহাঙ্গীর
হাসনাহেনা টগর বেলি নয়নতারা জবা,
শিমুল পলাশ কৃষ্ণচুড়া সর্ষে ফুলের সভা।
শিউলি বকুল শাপলা শালুক রংবাহারি গাঁধা,
কাশফুলের’ই রং যে ধরায় ধবধবে ভাই সাদা।
বানরলাঠি ফুল যে গাছে হলুদ রুপে ফোঁটে,
ফুলের মধু খেতে ভ্রমর নানান গাছে ছোটে।
মোরগঝুঁটি কাঠমালুতি শিম কুমড়ো লাউ ফুলে,
ঢলকলমি ফুল ফুটে থাকে খাল ও নদীর কূলে।
গোলাপ মান্দার আর ডালিয়া পদ্ম টাইম হিমঝুরি,
কলাবতী জুঁই কামিনী ফোঁটে ভুরিভুরি।
গন্ধরাজ ছাতিম অশোক ধুতরা জারুল কেয়া,
দোলনচাঁপা রাধাচূড়া ঝিঙে ফুলের বেয়া।
হলুদ সাদা লাল কালো আর নানান রঙের ফুলে,
প্রকৃতিতে ফুটে উঠে সতত দুলে দুলে।
রাত-দিবসে ফুল ফোঁটে ভাই রঙিন হাসি হেসে,
ফুলের মতো সবাই ফুটি আমার সোনার দেশে।