“প্রিয় রি ওজাকি ম্যাম”


প্রকাশের সময় : সেপ্টেম্বর ২৭, ২০২২, ৬:১২ অপরাহ্ণ / ১৪৪
 “প্রিয় রি ওজাকি ম্যাম”
           কবি মোঃ জাহাঙ্গীর আলম।
          প্রিয় রি ওজাকি ম্যাম,
আপনার প্রতি রইলো কবি জাহাঙ্গীরের হাজারো সালাম,
ঘুমের মধ্যে স্বপ্নে দেখি, আমি এই বুঝি জাপান চলে গেলাম।
       মনটা আমার জাপানী, দেহখানা বাংলাদেশী,
     রি ওজাকি ম্যাম আমাদের হৃদয় গগনের শ্বষী।
         সূর্যোদয়ের দেশ আমার প্রাণের জাপান,
 বাংলাদেশে রয়েছে আপনাদের, কতশত অবদান।
প্রশান্ত মহাসাগরের পূর্ব কোণে ৬,৮৫২ টি দ্বীপ নিয়ে গড়ে ওঠা ছোট্ট একটা দেশ,
সততা ও কঠোর পরিশ্রমে, অর্থনীতিতে ও মানুষের মনে জায়গায করেছো বেশ।
জনসংখ্যা প্রায় ১২৬ মিলিয়ন কিংবা হতে পারে তারও বেশি,
মাথাপিছু আয় ৪৪ হাজার ৮১০ ডলার সকলেই থাকে খুশি।
  রি ওজাকি ম্যাম আপনার জন্য রইল আমার হৃদয় বাগানের সব কটি ফুল,
নিজেদের ইতিহাস ও ঐতিহ্য সংরক্ষণ করতে, আপনারা করেননি কখনো ভুল।
   জাপানের প্রকৃতি তার অফুরন্ত ভান্ডার রেখেছে সাজিয়ে পর্যটকদের জন্য,
 আমারা সকলেই! প্রিয় রি ওজাকি ম্যাম কে পয়ে ধন্য।
       জাপানকে প্রযুক্তি বিদ্যার দেশ বলা হয়,
জাপান আমাদের আত্মার আত্মীয়, আজীবন বাংলাদেশর পাশে চাই।
   জাপানকে হায়েনারা ক্ষতবিক্ষত করতে চেয়েছিলো,
    পরিশ্রমের সোনারতরী জাপানে আবার ভাসলো,
বসে ভাবি, এই বুঝি আমাদের মাঝে, রি ওজাকি ম্যাম আবার আসলো,
বিশ্বের বুকে মাথা উঁচু করে, যেন সকলকে আবার দেখলো।
   পাখি হলে উড়ে যেতাম টোকিও সিটির মনোরম জায়গায়,
স্বপ্ন আমার, আবার যদি জন্ম হয় আমার, জাপানে যেনো হয়।
আমার প্রাণের জাপান সবচাইতে নিরাপদ একটি দেশ,
শতভাগ শিক্ষার হার, পুঁথিগত শিক্ষা ও হাতে কলমে শিক্ষতে হবে, শিক্ষাগুরুর আদেশ।
জাপানীরা প্রায় ৯৯ ভাগ মানুষ বৌদ্ধ ধর্মে বিশ্বাসী,
দ্রুতগতীর ট্রেন চালানোই আবার আপনারায়  পারদর্শী।
    জাপানে ভাত থেকে শুরু করে, পাওয়া যায় বিভিন্ন স্বাদের খাবার,
রি ওজাকি ম্যাম আপনি আমার বাংলাদেশে আসবেন আবার।