প্রণয়ের বিশ্বাস


প্রকাশের সময় : ডিসেম্বর ২, ২০২২, ৯:৫৪ অপরাহ্ণ / ৮২
প্রণয়ের বিশ্বাস

রাহেলা আক্তার 

একবার হেরে যেতে চাই আমি
এই নীল নব গগনে-
অশ্লেষা, অরুন্ধতী, স্বাতীরা ও আসে
মায়ায় ভরা এই ভুবনে।
আরো একবার পূর্ণজন্ম নিবো
নর্দমার কীট দংশনে ;
প্রণয়ের বীজ বপন করবো
তপ্ত মরুর প্রাঙ্গণে।
অগ্নিশিখায় পুড়ে অঙ্গার হবো
সত্য ও বাস্তবতায় তবু্ও ;
দৃঢ় প্রতিজ্ঞায় আবদ্ধ থাকবো
পিছ পা হবোনা কভুও।
অস্তায়মান রক্তিম আভা এসে কড়া
 নাড়ে বিশ্বাসের কাঠ গড়ায়;
নেশাগ্রস্ত, প্রবঞ্চকের অবাঞ্চিত সংলাপ
হেরে গেলাম বাস্তবতায়।
মুখোশের আড়ালে ঢেকে থাকে
ছদ্মবেশীরা ভদ্র বেশে;
বিশ্বাসে জং ধরিয়ে নিঃস্ব করে
স্বার্থের নিজস্ব রেশে।
আগ্নেয়গিরির, উদগত লাভায় পরিণত করে
অনাকাঙ্ক্ষিত জীবনের ঝঁঝাটে;
জীবনের একেকটি স্মৃতি খচিত হয়
ব্যথাতুর হৃদয়ের তল্লাটে।
অমোঘ নিয়তির নিষ্ঠুর চাবুকাতে
রক্তাক্ত দোদুল্যমান নিঃশ্বাস ;
নিদারুণ কষ্টে ক্ষত- বিক্ষত হৃদয়
হেরে গেছে বিশ্বাস।
ফিরে আসবে কি বিশ্বাসের মোড়ক?
 নিখাদ ভালোবাসার ছায়ায়;
সময়ের ব্যবধানে হেরে গিয়েও
মর্মর ধ্বনিতে প্রণয়ের সুর বাজায়।।