পুলিশ পরিচয়ে চাঁদাবাজি করতে গিয়ে ধরা


প্রকাশের সময় : অক্টোবর ২৮, ২০২২, ৫:৪৯ অপরাহ্ণ / ৬১
পুলিশ পরিচয়ে চাঁদাবাজি করতে গিয়ে ধরা

সেরিম রানা:-  রাজধানীর মোহাম্মদপুরে পুলিশ পরিচয়ে চাঁদা তোলার সময় মো. সোহান শিকদার (২৪) নামে এক ভুয়া পুলিশকে গ্রেফতার করেছে র‍্যাব-২। এসময় তার কাছ থেকে একটি ট্রাকস্যুট (পুলিশ লেখা), একটি মোটরসাইকেল, একটি সোল্ডার লাইট, একটি টর্স লাইট ও একটি মোবাইলফেন উদ্ধার করা হয়।

র‍্যাব জানায়, সোহান দীর্ঘদিন ধরে পুলিশের পোশাক ব্যবহার করে পুলিশের পরিচয় দিয়ে প্রতারণা ও চাঁদাবাজি করে আসছিলেন।

শুক্রবার (২৮ অক্টোবর) র‍্যাব-২ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি শিহাব করিম এসব তথ্য জানান।

তিনি বলেন, র‍্যাবের কাছে বেশ কিছুদিন ধরে তথ্য আসতে থাকে একদল সন্ত্রাসী পুলিশের পরিচয় ব্যবহার করে রাজধানীর মোহাম্মদপুরে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করে আসছে। এ ঘটনার গুরুত্ব বিবেচনা করে র‍্যাব-২ এর একটি বিশেষ দল বিষয়টি নিয়ে গোয়েন্দা নজরদারী বাড়ায়। এরই পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার রাতে র‍্যাব-২ এর একটি আভিযানিক দল মোহাম্মদপুরের হুমায়ুন রোড এলাকা থেকে পুলিশের ট্রাকস্যুট, রিফ্লেক্টিং ভেস্ট পরিহিত অবস্থায় চাঁদা তোলার সময় সোহান শিকদারকে গ্রেফতার করে।

গ্রেফতার ভুয়া পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাতে এএসপি শিহাব করিম বলেন, সোহান দীর্ঘদিন পুলিশের পোশাক ব্যবহার করে পুলিশের পরিচয় দিয়ে প্রতারণা ও চাঁদাবাজি করে আসছিলেন।