পাওনা টাকা চাইতে প্রাণ নাশের হুমকি, থানায় অভিযোগ 


প্রকাশের সময় : সেপ্টেম্বর ২৫, ২০২২, ৮:১১ অপরাহ্ণ / ১৩৫
পাওনা টাকা চাইতে প্রাণ নাশের হুমকি, থানায় অভিযোগ 
নড়াইল প্রতিনিধি ঃ মো ঃ মামুন মোল্যা:- নড়াইল জেলার নড়াগাতীতে বিবাদীর কাছে রজিম
মোল্যা পাওনা টাকা চাইতে গেলে প্রাণ নাশের হুমকি পেয়ে নড়াগাতী থানায় অভিযোগ করে ।
রজিম মোল্যা (২৪) ,পিতা আলম মোল্যা , সাং কাঠাদুরা , থানা নড়াগাতী , জেলা নড়াইল । এই
মর্মে থানায় হাজির হইয়া কম্পিউটার টাইপকৃত ভাবে জানাইতেছি যে , বিবাদী -১/ মো ঃ সোহান মূন্সী (২২) ,পিতা মোঃ মনির মূন্সী ,২/মোঃমনির
মূন্সী (৪৫), উভায় সাং নুটিয়া , থানা -লোহাগড়া ,জেলা – নড়াইল । আমি মহাজন বাজারে একজন ফিড
ব্যবসায়ী । গত ০৩ মাস আগে ১ নং বিবাদী আমার দোকান থেকে ০১ মাসের সময় নিয়ে মোট ৬২,৫০০ /= ( বাষট্রি হাজার পাচশত) টাকার মাল বাকিতে নেয় । কিন্তু সময় শেষ হলে আমি ১নং বিবাদীর কাছে টাকা চাইলে বিবাদী আমার কাছ থেকে নানান অযুহাত দেখিয়ে সময় নেয় । গত ইং ২০-০৯-২০২২ তারিখে দুপুর আনুমান ০২.০০ ঘটিকার সময় আমি আমার পাওনা টাকা চাইতে
বিবাদীদের বাড়িতে গেলে ১নং বিবাদী এবং ১ নং বিবাদীর পিতা ২নং বিবাদী আমাকে টাকা না
দিয়ে বিভিন্ন প্রকার প্রাণ নাশের হুমকি ধামকি প্রদান করে তাড়িয়ে দেয় । উক্ত ঘটনার বিষয় সাক্ষী ১
/সাংবাদিক মো ঃ মামুন মোল্যা (২৫) পিতা মো ঃ ফুলমিয়া মোল্যা,সাং তেলিডাঙ্গা ২/ মো ঃ সামাদ শেখ (২৩) পিতা-মো ঃ লুৎফর শেখ, সাং ইসলামপুর
,উভায় থানা নড়াগাতী,জেলা নড়াইল সহ আরো অনেকে উক্ত ঘটনার বিষয় জানে ও শোনে। অতএব উপরোক্ত বিষয়টি তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করতে আপনার একান্তন মর্জি হয় ।
এ বিষয়ে জানতে চাইলে  নড়াগাতী থানার ওসি সুকান্ত সাহ বলেন অভিযোগটি পেয়েছি। এ বিষয়ে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করবো ।