পথ শিশু


প্রকাশের সময় : জানুয়ারি ১৮, ২০২৩, ৮:০৫ অপরাহ্ণ / ৯২
পথ শিশু
মুহাম্মদ সিরাজুল ইসলাম। 
পথের শিশু রথে থাকে
শীতে কষ্ট পাই,
নগর জুড়ে লোকের ভিড়ে
কেউ দেখার নাই।
তাদের হয়না লেখা পড়া
রাস্তায় কাটে দিন,
পারলে কিছু করো তাদের
বাজবে আলোর বীণ।
থাকতো যদি জায়গা জমি
থাকার বসত ঘর,
নগর শহর ছেড়ে যেতো
শহর করে পর।
কেহ চাইনা ভিক্ষা বৃত্তি
বাধ্য হয়ে রয়,
গালমন্দ শুনেও তারা
হাসি মুখে সয়।
তারা মানুষ মোদের মতো
আছে স্বাদ শান,
শিক্ষা দীক্ষা পাইগো যদি
রাখবে দেশের মান।
বৃত্তবানরা চাহে যদি
একটু পাবে সুখ,
সৃষ্টি কূলে শ্রষ্টার দয়ায়
কাটে যদি দুখ।