পঞ্চগড়ের বোদা মাড়েয়া করতোয়া নদীতে মর্মান্তিক নৌকাডুবির ৪৮ দিন পর নিখোঁজ জয়া রাণীর মরদেহ উদ্ধার


প্রকাশের সময় : নভেম্বর ১৩, ২০২২, ৫:৫৬ অপরাহ্ণ / ৫৮
পঞ্চগড়ের বোদা মাড়েয়া করতোয়া নদীতে মর্মান্তিক নৌকাডুবির ৪৮ দিন পর নিখোঁজ জয়া রাণীর মরদেহ উদ্ধার
মাজহারুল ইসলাম পঞ্চগড় প্রতিনিধিঃ- পঞ্চগড়ের বোদা মাড়েয়া করতোয়া নদীর আউলিয়াঘাটে  মর্মান্তিক নৌকাডুবিতে ৪৮ দিন পর নিখোঁজ হওয়া জয়ারাণী বর্মনের মরদেহ গলিত পঁচা লাশ উদ্ধার করেছে স্থানীয় লোকজন।
  এ ব্যাপারে মাড়েয়া ইউনিয়নের আবু আনসার সিদ্দিকী শামীম জানান,মরদেহের নাম জয়ারাণী (৪) কামাত কাজল দিঘি কালিয়াগঞ্জ ইউনিয়নের আঠিয়া গ্রামের ধীরেন্দ্রনাথের মেয়ে।পরিধেয় জামা কাপড় দেখে তার আত্মীয় স্বজনরা সনাক্ত করেছেন বলে তিনি জানান।
 উল্লেখ্য, গত ২৫ সেপ্টম্বর বেদেশ্বরী মন্দিরে মহালয়ায় নৌকা যোগে সবাই যাচ্ছিলেন।সেদিন নৌকা ডুবিতে মোট ৭২ জনের সলিল সমাধি ঘটে।উল্লেখ্য,  গত ১১ নভেম্বর শুক্রবার বিকেল ২ টার দিকে লাশের গন্ধ পেয়ে স্থানীয় লোকেরা জয়া রাণীর মরদেহ উদ্ধার করেছে। এযাবত ৭২ জনে মৃত লাশের মধ্যে ৭১ জনের মরদেহ উদ্ধার হয়েছে।৭১ জনের মধ্যে পঞ্চগড়ের বোদা উপজেলার ৪৭ জন দেবীগঞ্জে ১৯ জন, আটোয়ারীর ২ জন, ঠাকুরগাঁও জেলার  ৩জন।  মহিলা ৩০ জন,পুরুষ ১৯জন  ও শিশু ২২ জন মোট ৭১ জন মরদেহ উদ্ধার হয়ছে।
 এ খবর পাওয়ার পর পঞ্চগড় এডিসি রেভিনিউ দিপঙ্কর রায়,বোদা থানার অফিসার ইনচার্জ সুজোয় কুমার রায় ও মাড়েয়া ইউনিয়নের চেয়ারম্যান আবু আনসার সিদ্দিকী শামিম উপস্থিত ছিলেন বলে জানা গেছে।