পঞ্চগড়ে ১৮-বিজিবি এর পক্ষ থেকে (বীর প্রতীক) আব্দুল মান্নান’কে সম্বর্ধনা।


প্রকাশের সময় : ডিসেম্বর ২০, ২০২২, ৮:১৮ অপরাহ্ণ / ৯০
পঞ্চগড়ে ১৮-বিজিবি এর পক্ষ থেকে (বীর প্রতীক) আব্দুল মান্নান’কে সম্বর্ধনা।

মোঃ মোমিন ইসলাম সরকার, দেবীগঞ্জ উপজেলা প্রতিনিধিঃ বিজিবি দিবস ২০২২ উপলক্ষে পঞ্চগড় ব্যাটালিয়ন ১৮ বিজিবি আয়োজিত প্রীতিভোজ অনুষ্ঠানে সাবেক বিজিবি সদস্য বীর মুক্তিযোদ্ধা (বীর প্রতীক) খেতাবপ্রাপ্ত নায়েক (সাবেক), আব্দুল মান্নান’কে মহাপরিচালক বর্ডার গার্ড বাংলাদেশ-এর পক্ষ থেকে সম্মাননা প্রদান করেছেন পঞ্চগড় ব্যাটালিয়ন (১৮-বিজিবি) এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মাহমুদুল হক পদাধিক ।পঞ্চগড় ব্যাটালিয়ন ১৮-বিজিবি (২০-ডিসেম্বর) বিজিবি দিবস বিভিন্নকর্মসূচির মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় পালন করেছে । প্রাপ্ত তথ্য অনুযায়ী দিবসের শুরুতে ফজরের নামাজের পর মিলাদ মাহফিল এবং দোয়া ও তবারক বিতরণের মধ্য দিয়ে দিবসের কার্যক্রম সূচনা করা হয় ।পরবর্তীতে বর্ডার গার্ড বাংলাদেশ ১৮ ব্যাটেলিয়ান পঞ্চগড় ব্যাটালিয়ন প্যারেড গ্রাউন্ডে ফুটবল খেলা ও প্রীতিভোজ অনুষ্ঠান আয়োজন করা হয় ।

প্রীতিভোজ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক , স্থানীয় জনপ্রতিনিধি সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ । প্রীতিভোজ অনুষ্ঠান শুরুর পূর্বে আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে বীর প্রতীক খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা নায়েক(সাবেক) আব্দুল মান্নান’কে মহাপরিচালক বর্ডার গার্ড বাংলাদেশ এর পক্ষ হতে একটি বিদেশী ভালো মানের কম্বল, একটি বেডশীট, একটি বড় ফ্লাক্স, একটি জায়নামাজ, এবং একটি টুপি উপহার হিসেবে প্রদান করা হয় । এবং পঞ্চগড় ব্যাটালিয়ন ১৮ বিজিবি এর পক্ষ হতে একটি ক্রেস্ট প্রদান করা হয় । পরবর্তীতে বাংলাবান্ধা-ফুলবাড়ী আন্তর্জাতিক সীমান্ত চেকপোস্ট নোম্যান্সল্যান্ডে বিজিবি-বিএসএফে’র যৌথ রিট্রিট সিরিমনি প্যারেড অনুষ্ঠিত হয় । এবং দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর উর্দ্ধতন কর্মকর্তাদের মধ্যে শুভেচ্ছা বিনিময় ও মিষ্টি আদান-প্রদান করেন ।