পঞ্চগড়ে ইউনানী চিকিৎসার বর্তমান ও ভবিষ্যৎ সম্ভাবনা শীর্ষক ওয়ার্কশপ অনুষ্ঠিত


প্রকাশের সময় : মার্চ ২০, ২০২৩, ১২:৩৩ পূর্বাহ্ণ / ৯৬
পঞ্চগড়ে ইউনানী চিকিৎসার বর্তমান ও ভবিষ্যৎ সম্ভাবনা শীর্ষক ওয়ার্কশপ অনুষ্ঠিত

মোঃ মাজহারুল ইসলাম, পঞ্চগড় প্রতিনিধি ঃ পঞ্চগড়ে বাংলাদেশে ইউনানী চিকিৎসা শিক্ষা, শিল্প ও স্বাস্থ্যসেবার বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ সম্ভাবনা শীর্ষক ওয়ার্কশপ রবিবার (১৯ ফেব্রুয়ারী) বোদা উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য মন্ত্রণালয়ের অধিনে মেডিসিনাল প্লান্টস এন্ড হারবাল প্রোডাক্টস বিজনেস প্রমোশন কাউন্সিল এবং বাংলাদেশ ইউনানী ওষুধ শিল্প সমিতির যৌথ আয়োজনে কবিরাজ মোঃ শওকত আলী এর সভাপতিত্বে ওয়ার্কশপে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার বহ্নি শিখা আশা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেমিষ্ট এন্ড ড্রাগিস্ট সমিতির সাধারণ সম্পাদক ফিরোজ আলম চৌধুরী। এ সময় পঞ্চগড় জেলার ইউনানী আয়ুর্বেদ চিকিৎসার গ্রামীণ চিকিৎসকরা উপস্থিত ছিলেন। ওয়ার্কশপ শেষে চিকিৎকদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়। উক্ত সভায় বাংলাদেশ ইউনানী ডক্টর’স সোসাইটি পঞ্চগড় জেলা শাখার ডা. মো. সাইফুজ্জামানকে সভাপতি ও ডা. মো. রুহুল আমীনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।

পঞ্চগড়ের বোদায় ১৫৮টি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ করলেন রেলমন্ত্রী
মোঃ মাজহারুল ইসলাম, পঞ্চগড় প্রতিনিধি ঃ পঞ্চগড়ের বোদা উপজেলা পরিষদ অডিটোরিয়াম হলরুমে রবিবার (১৯ ফেব্রুয়ারী) দুপুরে উপজেলার ১৫৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ করেন প্রধান অতিথি হিসেবে রেলপথ মন্ত্রী ও পঞ্চগড় জেলা আওয়ামী লীগের সভাপতি মো. নূরুল ইসলাম সুজন এমপি। উপজেলা নির্বাহী অফিসার বহ্নি শিখা আশার সভাপতিত্বে ল্যাপটপ বিতরণ অন্ঠুানে উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আলম টবি, বোদা পৌর মেয়র আলহাজ¦ আজাহার আলী, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো. মকলেছার রহমান জিল্লুর, মহিলা ভাইস চেয়ারম্যান লক্ষী রানী বর্মন প্রমুখ বক্তব্য রাখেন। এ সময় উপজেলার ১৫৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি ও প্রধান শিক্ষকরা উপস্থিত ছিলেন।
পঞ্চগড়ের বোদায় প্রামানিকপাড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবনের উদ্বোধন
মোঃ মাজহারুল ইসলাম, পঞ্চগড় প্রতিনিধি ঃ রবিবার (১৯ ফেব্রুয়ারী) পঞ্চগড়ের বোদা পৌর শহরের প্রামানিকপাড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি রেলপথ মন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সভাপতি মো. নূরুল ইসলাম সুজন এমপি। উক্ত বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি রবিউল আলম সাবুলের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আলম টবি, পৌর মেয়র আলহাজ¦ আজাহার আলী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মকলেছার রহমান জিল্লুর, মহিলা ভাইস চেয়ারম্যান লক্ষী রানী বর্মন, বোদা মহিলা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ আশরাফুল আলম লিটন, বোদা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামিউল হক প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহাদাত হোসেন। এ সময় বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক মন্ডলী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। ৮০ লাখ টাকা ব্যায়ে এই নতুন একাডেমিক ভবনটি নির্মাণ করা হয়েছে বলে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর পঞ্চগড় সূত্রে জানা যায়।