নড়াইলে স্কুলের জমি স্কুল কে দলিল করে হয়েছেন দাতা হাতেম তাঈ


প্রকাশের সময় : অক্টোবর ২২, ২০২২, ১০:৫৫ পূর্বাহ্ণ / ১৬৪
নড়াইলে স্কুলের জমি স্কুল কে দলিল করে হয়েছেন দাতা হাতেম তাঈ

ডেস্ক রিপোর্টঃ নড়াইল জেলার লোহাগড়া উপজেলার কোটাকোল ইউনিয়নের ১ নং ওয়ার্ডের ধলাইতলা প্রাইমারী স্কুলের জমি স্কুল কে দান করার লিখিত অভিযোগ পাওয়া গেছে। লোহাগড়া উপজেলা নির্বাহী অফিসার বরাবর অভিযোগ করা হয়েছে ধলাইতলা গ্রামের গাজী ইবাদত হোসেন স্কুলের জমি স্কুল কে দান করেছেন। আবেদনে উল্লেখ করা হয়েছে ধলাইতলা গ্রামের বিদ্যানুরাগী চাঁন গাজী নিজ রেকর্ডীয় পৈত্রিক জমি ধলাইতলা স্কুলের নামে ১৯৬৫ সালে দান করিয়া স্কুল প্রতিষ্ঠিত করেছিলেন। এস,এ জমির দাগ নম্বর ৩১৯০, ৩২৩৩, ৩২৩২, ৩২৩৪, ১৩৬৫, ১৩৬৭, ১৩৬৮ মোট জমির পরিমান ৯৭ শতক। চাঁন গাজী নিজে উপস্থিত থাকিয়া ২০০৩ সালে হাল রেকর্ড করিয়ে দেন যার ডিপি ৪০,খতিয়ান নং ৪০০৫,দাগ নং ৭৪৬৯।অসৎ উদ্দেশ্য চরিতার্থ করার উদ্দেশ্যে গাজী ইবাদত হোসেন এস এ দাগ নং ৩১৯০, ৩২৩৩, ৩২৩২, ৩২৩৪ এবং বর্তমান ডিপি ৪০,খতিয়ান নং ৪০০৫,দাগ নং ৭৪৬৯ থেকে দুই শতক জমি স্কুল কে ১০-০৯-২০২০ ইং এ দলিল নং ২৭৬৩ এ দান করেন। মূলত গ্রাম্য দলিদলি জোরদার করার উদ্দেশ্যে গাজী ইবাদত হোসেন এই জালিয়াতির আশ্রয় নিয়েছেন। একাধিক সূত্র নিশ্চিত করেছে উক্ত জমি কখনই গাজী ইবাদত বা তার পরিবারের কখনই ছিল না কা দখলে ছিল না। তিনি দাতা সদস্য হওয়ার লোভে এই ধরনের তঞ্চকতা আশ্রয় নিয়েছেন। ৭৭ নং ধলাইতলা স্কুলের জমির পরিমান ৯৭ শতক ।গাজী ইবাদত ২ শতক জমি দান করলে জমির পরিমান কত হবে ? ধলাইতলা গ্রামের অনেকে ঠাট্টা করে বলছেন ৯৭+২ =৯৭ কি ? কোটাকোল ইউনিয়নের সাধারন মানুষের প্রশ্ন দাতা সদস্য হবে কে, যারা ৯৭ শতক দিয়েছে অর্থাৎ মরহুম চান গাজীর ওয়ারেশগন না ২ শতক দানকারী গাজী ইবাদত হোসেন? আমরা কবিতার সেই পংক্তি টি বলতে পারি “ শৈবাল দীঘি রে বলে উচু করে শির,লিখে রেখ দিলাম তোমায় দু‘ফোটা শিশির,” ধলাইতলা স্কুলের জমি নিয়ে এলাকায় চাপা উত্তেজনা বিরাজ করছে যে কোন সময়ে রক্তক্ষয়ী সংঘাতে সম্ভাবনা রয়েছে।