নেপালে উড়োজাহাজ বিধ্বস্তে নিহত ৪০, ফখরুলের শোক


প্রকাশের সময় : জানুয়ারি ১৫, ২০২৩, ৫:২০ অপরাহ্ণ / ৮৫
নেপালে উড়োজাহাজ বিধ্বস্তে নিহত ৪০, ফখরুলের শোক

নিজস্ব প্রতিবেদক:- ঢাকা: নেপালের পোখারায় রোববার (১৫ জানুয়ারি) সকালে উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে অন্তত ৪০ জন নিহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শোক বার্তায় তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ও নিহতদের আত্মার শান্তি কামনা করেন।

নেপালের পোখারা আন্তর্জাতিক বিমানবন্দরে ৭২ আরোহী নিয়ে ইয়েতি এয়ারলাইনসের একটি উড়োজাহাজ রোববার (১৫ জানুয়ারি) বিধ্বস্ত হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত দুর্ঘটনাকবলিত উড়োজাহাজ থেকে ৪০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

বিধ্বস্ত হওয়া উড়োজাহাজটিতে পাঁচজন ভারতীয়, চারজন রাশিয়ান, একজন আইরিশ, দুইজন দক্ষিণ কোরিয়ান, একজন অস্ট্রেলিয়ান, একজন ফ্রেঞ্চ এবং একজন আর্জেন্টিনিয়ান নাগরিক ছিলেন বলে জানিয়েছে নেপাল এয়ারপোর্ট কর্তৃপক্ষ।

টুইন ইঞ্জিনের এটিআর ৭২ মডেলের উড়োজাহাজটি ইয়েতি এয়ারলাইনসের। এ এয়ারলাইনসের মুখপাত্র সুদর্শন বার্তাউলা বলেন, ৭২ আরোহীর মধ্যে চারজন ক্রু সদস্য ছিলেন।

সংবাদ সংস্থা এএনআই সূত্রের খবর, ইয়েতি এয়ারলাইন্সের উড়োজাহাজটি পোখারা থেকে কাঠমান্ডু যাচ্ছিল। টেক অবের ২০ মিনিটের মধ্যেই কাস্কি জেলার কাছে সেটি ভেঙে পড়ে।