নতুন বছরে শিক্ষার্থীর হাতে নতুন বই, শিক্ষার্থীর উল্লাস


প্রকাশের সময় : জানুয়ারি ২, ২০২৩, ৯:৩৯ পূর্বাহ্ণ / ৭৩
নতুন বছরে শিক্ষার্থীর হাতে নতুন বই, শিক্ষার্থীর উল্লাস

 

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ

সারাদেশের ন্যায় দিনাজপুরের বিরামপুর পৌর শহরের পাইলট উচ্চ বিদ্যালয় ও বিরামপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ইংরেজি নববর্ষের প্রথম দিনে বিনামূল্যে বই বিতরণ উৎসব এর শুভ উদ্বোধন করা হয়েছে।

রোববার (১ জানুয়ারি) সকাল ১১ টার দিকে ঐতিহ্যবাহী বিরামপুর পাইলট উচ্চ বিদ্যালয় চত্ত্বরে উপজেলা চেয়ারম্যান ও অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি খায়রুল আলম রাজু’র সভাপতিত্বে বিনামূল্যে বই বিতরণ উৎসবের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি পৌর মেয়র অধ্যক্ষ আককাস আলী।

এসময় একাডেমিক সুপারভাইজার আব্দুস সালাম, পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরমান আলী, সহকারি প্রধান শিক্ষক আলমাজ উদ্দিন মন্ডল, বিরামপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক ফেরদৌসী খানম, বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারী, অভিভাবক ও শিক্ষার্থী, সুশীল সমাজের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

অপর দিকে পৌর শহরের শিমুলতলী বালিকা উচ্চ বিদ্যালয়ে বই বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার পরিমল কুমার সরকার, মির্জাপুর উচ্চ বিদ্যালয়ে বই বিতরণ করেন যুব উন্নয়ন কর্মকর্তা জমিল উদ্দিন মন্ডল এবং উপজেলার একইর মঙ্গলপুর উচ্চ বিদ্যালয়ে বই বিতরণ করেন একাডেমিক সুপারভাইজার আব্দুস সালাম।

এছাড়াও উপজেলার হাবিবপুর উচ্চ বিদ্যালয়, কলেজিয়েট উচ্চ বিদ্যালয়, শিবপুর উচ্চ বিদ্যালয়, কাটলা উচ্চ বিদ্যালয়, রামকৃষ্ণপুর উচ্চ বিদ্যালয়সহ উপজেলার সকল মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানে উৎসব মূখর পরিবেশে বিনামূল্যে বই বিতরণ করা হয়েছে।