নড়াইলের কালিয়ায় ভূমি চক্রান্তের শিকার ধীরেন্দ্রনাথ বিশ্বাস 


প্রকাশের সময় : ডিসেম্বর ২৯, ২০২২, ১:০৯ অপরাহ্ণ / ৯৪
নড়াইলের কালিয়ায় ভূমি চক্রান্তের শিকার ধীরেন্দ্রনাথ বিশ্বাস 
কালিয়া উপজেলা প্রতিনিধিঃ একের পর এক হুমকী আর ভয় দেখিয়ে কোনঠাসা করে রাখা হয়েছে  ধীরেন্দ্রনাথ বিশ্বাস পরিবারকে। ঘটনাটি ঘটেছে নড়াইল জেলার নড়াগাতী থানার খাল-যোগানিয়া গ্রামে। এই বিষয়ে ভুক্তভোগী ধীরেন্দ্রনাথ বিশ্বাস বলেন আমরা দুই ভাই। আমি লেখা পড়া তেমন জানি না। আমার ছোট ভাই দ্বিজেন্দ্রনাথ বিশ্বাস অনেক লেখা পড়া জানে। সে আগে মুহুরি ছিলেন। তার অপকর্মের কারণে সেই লাইসেন্স বাদ হয়েছে । তার পর থেকে এলাকায় দলালি করে খায়। দালালি করতে করতে এখন আমার বাবার সম্পত্তি আমাকে না জানিয়ে নিজের নামে রেকর্ড করে নিছে। সেটার জন্য কোটে মামলা চলমান ।  ,আমার বাবার সম্পত্তি আমার ছোট  ভাই আমার ভাগের  চাষ করা জমিতে সরিষা বুনানো ছিল যা এক হাত পরিমান বড় হয়েছিল সেই সরিষাসহ আমার ছোট ভাই দ্বীজেন্দ্রনাথ বিশ্বাস জোর পূর্বক জমিতে চাষাবাদ করে ফসল নষ্ট করে অন্যকে বর্গা দিয়ে দখল করে নেয়। আমার ভোগ দখল কৃত জমির তফসীল পুরাতন ৪৭ খতিয়ানের ৪৮৫৫ দাগ ও নতুন ৩০০৬ খতিয়ানের ৯৬৮০ দাগের ২৮ শতক আর উপরে পুরাতন ৩৩৩৫ খতিয়ানের ৪৮৫৪ দাগ ও নতুন ৩০০৬ খতিয়ানের ৯৬৭৯ দাগে ১২ শতক মোট ৪০ শতক জমি ফসলের ৩০ শতক জমি ভেঙ্গে ফেলে দখল করে।এছাড়াও আমার ভাগের জমি যার পুরাতন ২৬৬১ খতিয়ানের ৪৮৩৪ দাগ ও নতুন ৩১৯১ খতিয়ানের ১০২২৬ দাগের মোট ৬৩  শতকের ৩১ শতক  ধীরেন্দ্রনাথ বিশ্বাসের পৈতৃক সম্পতি পুরো সম্পতি আমার ভাই দ্বীজেন্দ্রনাথ বিশ্বাস আমাকে না জানিয়ে বিক্রি করে ফেলে।আমার এই বিষয়ে তার কাছে জানতে গেলে অকথ্য ভাষা গালিগালাজ সহ খুন করার হুমকিসহ জুলুম ও হয়রানি করিয়া আসিতেছে। যার কারণে আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি।
তার সাথে এই জমি নিয়ে নিষ্পত্তির জন্য আলোচনা করতে চাইলে সে এ বিষয়ে অনাগ্রহ প্রকাশ করে । তিনি এ জমি উদ্ধার ও দখলমুক্ত করার জন্য সাংবাদিকদের মাধ্যমে প্রচার করে জন প্রতিনিধিদেরসহ প্রশাসন ও  প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।