নওয়াপাড়ায় ট্রাফিক পুলিশের অভিযানে ৩২ মোটরসাইকেল জব্দ


প্রকাশের সময় : ডিসেম্বর ৩, ২০২২, ৭:৩৪ পূর্বাহ্ণ / ১১৭
নওয়াপাড়ায় ট্রাফিক পুলিশের অভিযানে ৩২ মোটরসাইকেল জব্দ
 অভয়নগর  (যশোর) প্রতিনিধি :
নওয়াপাড়ায় ট্রাফিক পুলিশের বিশেষ অভিযানে ৩২ মোটরসাইকেল জব্দ করা হয়েছে৷ এছাড়াও ড্রাইভিং লাইসেন্স, হেলমেট না থাকাসহ অন্যন্য অপরাধে ৫টি গাড়ীর নামে মামলা করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার সকাল থেকে নওয়াপাড়া বাজারের স্বাধীনতা চত্বর, বাঘাবাড়ির মোড়, ডিএন মোড় ও বেঙ্গল গেট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। যশোর জেলা ট্রাফিক পুলিশের টিএসআই মিজানুর রহমান জানান, সড়কে শৃঙ্খলা ফেরাতে যশোর জেলা ট্রাফিক পুলিশের পক্ষ থেকে এ অভিযান পরিচালনা করা হচ্ছে। কাগজপত্র বিহীন অবৈধ ৩২টি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
এছাড়াও ৫টির নামে মামলা দেওয়া হয়েছে। কাগজপত্রবিহীন গাড়ি ধরতে ট্রাফিক পুলিশের এমন অভিযান অব্যহত থাকবে। পুলিশের অভিযানে জব্দ হওয়া ওয়ান টেস্ট গাড়ীর মালিক চঞ্চল মাহমুদ জানান, নতুন গাড়ী কিনে কাগজপত্র করতে দেওয়ার প্রসেসিং চলছে। এরইমধ্যে আমার গাড়িটি জব্দ করা হলো।
 মনিরামপুর উপজেলার বাসিন্দা রবিউল নামের একজন মৎস্য ব্যবসায়ী জানান, সকালে নওয়াপাড়ায় মাছ বিক্রি করতে এসে ট্রাফিক পুলিশের অভিযানের সম্মুখীন হয়েছি।