দ্বিরালাপ


প্রকাশের সময় : মে ৩১, ২০২২, ৬:৪৪ পূর্বাহ্ণ / ৪৩৭
দ্বিরালাপ

অঞ্জনা চক্রবর্তী

 

সংযম হারিয়ে মায়ায় জড়িয়ে নিজের সাথে

নিজেই করি লড়াই

দ্বিরালাপে টানা পোড়েন সবই যে সত্য মিথ্যা যাচাই!

এক বুক অতৃপ্তি আছে এক গ্লাস অপূর্ণ

হাতছানি দেয় মরীচিকা, মরুতে ভ্রম শূন্য।

তবুও যে সোনার হরিণ , কস্তুরী ঘ্রাণ ছড়ায়

সেই মোহ লাগলো চোখে মায়ায় জড়ায়।

জুড়িয়ে গেল প্রাণ মোর তবুও যেন সংশয়

সামাজিক গেরো ছিন্ন করে রাধে কেন গেল যমুনায়।

কোন বাঁশি বাজলো ওই কোন কানাই ডাকে

পিছলে গেল ওই যে বিমলা বাহির রূপ দেখে–

দ্বিরালাপে তখনো ছিল —কর্তব্য

আর কথার কুসুম কানন

তবুও যে প্রাণ সুখ খোঁজে ভালো থাকার উপশম —

দগ্ধ বুকে বহ্নি শিখায় পুড়লো দ্বি –আলাপন।