দেশের অনেক জেলায় বন্যা


প্রকাশের সময় : জুন ১৯, ২০২২, ১২:০৫ অপরাহ্ণ / ৪১০
দেশের অনেক জেলায় বন্যা

দেশের উত্তর–পূর্বাঞ্চলের অনেক জেলাই বন্যায় ভাসছে। বৃষ্টি ও পাহাড়ি ঢলের পানিতে তলিয়ে গেছে পথঘাট, বিপাকে মানুষ। টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে ভেঙে পড়েছে যোগাযোগব্যবস্থা।

অতিবৃষ্টি ও উজান থেকে নামা পাহাড়ি ঢলে মৌলভীবাজারের  স্টেশন সড়কের বিভিন্ন স্থান তিন-চার ফুট পানিতে তলিয়ে গেছে। আশপাশের বাড়িঘরেও পানি উঠেছে। গবাদিপশু নিয়ে নিরাপদ স্থানে ছুটছে মানুষ।

তিস্তার ভাঙনে বিলীন মায়ায় জড়ানো ভিটেমাটির শেষ সম্বলটুকু নিয়ে নিরাপদ স্থানে সরে যাচ্ছেন।

পাহাড়ি ঢল ও অতিবৃষ্টিতে যমুনা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে।

নীলফামারীর তিস্তা নদীর বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে।

বন্যায় তলিয়ে গেছে সিলেটের অনেক এলাকা।

জামালপুরের পশ্চিম বলিয়াদহ-আমতলা সড়কের ওপর দিয়ে বইছে পানির স্রোত।

কুড়িগ্রামের কিছু এলাকার ঘরবাড়ি বন্যার পানিতে ডুবে গেছে।

উজান থেকে নেমে আসা ঢলে ও ভারী বর্ষণে গাইবান্ধায় বিভিন্ন নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে।

নেত্রকোনার কলমাকান্দা ও দুর্গাপুরে পানি কমতে শুরু করেছ।

ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলের তোড়ে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার কর্নেল বাজারসংলগ্ন আইড়ল অংশে হাওড়া বাঁধ ভেঙে উপজেলার সঙ্গে চার গ্রামের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। তলিয়ে যাওয়া তুলাইশিমুল খারকুট সড়কের ওপর এলাকার মানুষ মাছ ধরছে।