দেবীগঞ্জে বিশ্ব মানবাধিকার দিবস পালিত


প্রকাশের সময় : ডিসেম্বর ১০, ২০২২, ৬:৫৩ অপরাহ্ণ / ৭০
দেবীগঞ্জে বিশ্ব মানবাধিকার দিবস পালিত

মোঃ মোমিন ইসলাম সরকার,দেবীগঞ্জে প্রতিনিধিঃ আজ শনিবার (১০ ডিসেম্বর) বিশ্ব মানবাধিকার দিবস। ১৯৪৮ সালের এই দিনে জাতিসংঘের সাধারণ পরিষদে মানবাধিকারের সর্বজনীন ঘোষণাপত্র গৃহীত হয়। পরে ১৯৫০ সালে ১০ ডিসেম্বর দিনটিকে জাতিসংঘ বিশ্ব মানবাধিকার দিবস হিসেবে ঘোষণা করে। সালের ১০ ডিসেম্বর বিশ্বব্যাপী মানবাধিকার রক্ষা ও উন্নয়নের লক্ষ্যে জাতিসংঘের সাধারণ পরিষদ মানবাধিকারের সর্বজনীন ঘোষণাপত্র গ্রহণ করে। এ ঘোষণার মাধ্যমে স্বীকৃত হয় মানবাধিকার সবার জন্য সমানভাবে প্রযোজ্য। জন্মস্থান, জাতি, ধর্ম, বর্ণ, বিশ্বাস, অর্থনৈতিক অবস্থা কিংবা শিক্ষাগত যোগ্যতা নির্বিশেষে মানবাধিকার সর্বজনীন ও সবার জন্য সমান। সকল মানুষ জন্মগতভাবেই এসব অধিকার লাভ করে। ঘোষণাপত্রের ৩০টি অনুচ্ছেদে প্রতিটি ব্যক্তির অধিকার ও রাষ্ট্রের দায়-দায়িত্বের বিষয়টি সুনির্দিষ্টভাবে উল্লেখ করা হয়েছে। এ ঘোষণাপত্র গ্রহণের দিনটি প্রতিবছর বিশ্বব্যাপী মানবাধিকার দিবস হিসেবে পালিত হয়ে আসছে। এবছর এ দিবসটির প্রতিপাদ্য হচ্ছে- ‘দিবসটির এবারের প্রতিপাদ্য- ‘মানব-মর্যাদা, স্বাধীনতা আর ন্যায়পরায়নতা, দাঁড়াবো সকলেই অধিকারের সুরক্ষায়। স্বাধীনতা এবং ন্যায় বিচার সবার জন্য’।

দিবসটি উপলক্ষে দেশের বিভিন্ন মানবাধিকার সংগঠন মানববন্ধন, আলোচনা সভাসহ নানা কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করেছেন। তারই ধারাবাহিগতায় পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার । দেবীগঞ্জ উপজেলা এবং ১নং চিলাহাটি ইউনিয়নের সমন্বয়ে আন্তর্জাতিক মানবাধিকারের সংস্থা আইন সহায়তা ফাউন্ডেশন উদ্যোগে ৭৪তম বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‌্যালী করা হয়। ‌র‌্যালি টি ১ নং চিলাহাটি ইউনিয়নের ভাউলাগঞ্জ বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষীন করে ইউনিয়ন পরিষদের সামনে এসে শেষ হয়। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা দেবীগঞ্জ উপজেলা শাখার সভাপতি এ বিএম আশরাফুল আলম প্রধান লিটন,সাধারন সম্পাদক আব্দুর রাজ্জাক, ১নং চিলাহাটি ইউনিয়নের চেয়ারম্যান হারুন অর রশিদ, ১ নং চিলাহাটি ইউনিয়নের আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার সভাপতি আজম উল করিম, সাধারণ সম্পাদক তারেক উজ্জামান, সহ অত্র অঙ্গ সংগঠনের সকল সদস্যগণ উপস্থিত ছিলেন এছাড়া আরো উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সুশীল সমাজ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন ।এছাড়া ও সাংবাদিক মোঃ আতাউর রহমান (মানবাধিকার কর্মী দেবীগঞ্জ উপজেলা শাখা) দৈনিক আইনের চোখ পত্রিকার সাংবাদিক মোমিন সরকার সহ বিভিন্ন প্রিন্ট মিডিয়ার সংবাদ কর্মীগণ উপস্থিত ছিলেন ।