দেবীগঞ্জে অবৈধভাবে রাস্তার গাছ কাটার অভিযোগ।


প্রকাশের সময় : ডিসেম্বর ১৩, ২০২২, ৫:৩৭ অপরাহ্ণ / ৬৮
দেবীগঞ্জে অবৈধভাবে রাস্তার গাছ কাটার অভিযোগ।

মোঃ মোমিন ইসলাম সরকার দেবীগঞ্জ প্রতিনিধিঃ পঞ্চগরের দেবীগঞ্জ ৮নং দন্ডপাল ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের খোড়ার পাড় পন্ডিত মোড় পল্লি সূতি ক্লাবের সভাপ্রতি মোঃমোজাম্মেল হক পিতা-মৃতঃতায়েব আলী সধারন সম্পাদক মোঃইসাহাক আলী, পিতা মৃতঃফজলুল হক দ্বয়ের বিরুদ্ধে সরকারি রাস্তার গাছ নিজের দাবি করে ১০০টি ইউক্যালিপটাস গাছ ২,১০,০০০(দুই লাক্ষ দশ হাজার) টাকায় বিক্রয় করেন।তার মধ্যে ৯টি ইউক্যালিপটাস গাছ দিবালকে নিজেরাই আরো কিছু লোক জন নিয়ে গাছ কাটেন যার বর্তমান মূল্য অনুমানিক ২৫০০০ =টাকা হবে বলেছেন অভিযোগ কারি ।ঘটনাটি ঘটেছে ১১-১২-২০২২ ইং রোজ রবিবার , গাছ কেটে নেওয়ার অভিযোগ পাওয়াগেছে । এ ঘটনায় সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান ও সহ-ভুমি কর্মকর্তা কে স্থানিয় লোকজন জানাইলে সহ-ভুমি কর্মকর্তা ও গ্রাম পুলিশ সহ কর্তন কৃত ৯টি ইউক্যালিপটাস গাছ উদ্ধার করে ৮নংদন্ডপাল ইউনিয়ন পরিষদে জমা রাখেন । রোববার (১১ ডিসেম্বর) রাস্থার গাছ কাটার বিষয়টি নিশ্চিত করেছেন, স্থানীয় ইউপি চেয়ারম্যান আজগড় আলী ও ইউনিয়ন সহকারি ভুমি কর্মকর্তা মোঃ ইউসুফ আলী । জানা যায়, বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসাবে স্থানীয় গন্য মান্য ,যুব সমাজ ৮-৯ বছর আগে পন্ডিত মোড়ের রাস্থার দুই পাশে প্রায় ৬০০ টি গাছ রোপন করেন । গত রবিবার ওই রাস্তার ৯টি গাছ দিনেদুপুরে মোঃমোজাম্মেল হক ও মোঃইসাহাক আলী ও তার লোকজন। প্রকাশ্যে গাছ কাটার বিষয়টি এলাকাবাসী বাঁধা দিলে বিভিন্ন প্রকার হুমকি প্রদান করেন। নিরূপায় হয়ে এলাকাবাসী সংশ্লিষ্ট চেয়ারম্যান ও ইউনিয়ন সহকারি ভূমি কর্মকর্তাকে বিষয়টি অবগত করলে চেয়ারম্যান ও ইউনিয়ন সহকারি ভূমি কর্ম কর্তা ৯টি গাছ উদ্ধার করে ইউনিয়ন পরিষদে জমা রাখেন। এ সময় ওই সড়কের বাকি গাছ কাটার বন্ধ রাখেন স্থানীয় বাসিন্দা নজরুল ইসলাম,সুলতান আলী জানান, ক্লাবের সভাপতি , সাধারন সম্পাদক ও তাদের লোকজন সরকারি রাস্তার গাছগুলো কেটেফেলে ,গাছ কাটার বিষয়টি জানাজানি হলে ক্লাবের সভাপতি , সাধারন সম্পাদক রাস্তার গাছের মালিক দাবি করে গাছ কাটেন । সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য মশিউর রহমান জানান, ২ নং ওয়ার্ডের খোড়ার পাড় পন্ডিত মোড় পল্লী সূতি ক্লাবের সভাপ্রতি ও সধারন সম্পাদক সরকারি রাস্তার গাছ কেটেছেন বিষয় টি আমি শুনেছি এ বিষয় কোন খবর প্রকাশ না করার জন্য অনুরোধ করেন। সরজমিনে গিয়ে জানাযায় পন্ডিত মোড় খোড়ার পাড় পল্লি সূতি ক্লাব টি দুইটি ইউনিয়নের মধ্যস্থতা একানে রয়েছে একটি পাখির অভয়াশ্রম পাখিদের অভয়শ্রম সংঘ এর সভাপ্রতি কামাল উদ্দীন, ।সরকারি পাকা রাস্থার গাছ কাটা নিষেধ করলে তাতে কাজ না হওয়ায় কামাল উদ্দিন দেবীগঞ্জ উপজেলা নিবাহী অফিসার এবং জেলা প্রশাসক বরাবর অভিযোগ আনায়ন করেন । অভিযোগ বিষয় জানতে চাইলে তিনি বলেন আমি আমার জন্য কিছু করছিনা আমি চিন্তা করছি এ ভাবে অবৈধ ভাবে গাছগুলি কাটা হলে এখানকার পাখিগুলির কি হবে ।

স্থানীয় ইউপি চেয়ারম্যান আলহাজ আজগড় আলী জানান, আমি খবর পেয়ে ঘটনাস্থলে আমার গ্রাম পুলিশ পাঠিয়ে এবং ইউনিয়ন সহকারি ভুমি কর্মকর্তা গাছ গুলি জব্দ করেছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করা সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।আরো বলেন আমি রাস্থার গাছ কাটার কোন অনুমতি দেইনি ।