দুই ড্রয়ের পর হার মোহামেডানের


প্রকাশের সময় : জানুয়ারি ৬, ২০২৩, ৭:৩৯ অপরাহ্ণ / ৯৬
দুই ড্রয়ের পর হার মোহামেডানের

বিশেষ সংবাদদাতা :- ঢাক-ঢোল পিটিয়ে দলবদলের মাঠটা গরম করলেও খেলার মাঠে তার উল্টো মোহামেডান। মৌসুমের প্রথম টুর্নামেন্ট স্বাধীনতা কাপের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায়ের পর বাংলাদেশ প্রিমিয়ার লিগে এগিয়ে চলছিল ধুঁকে ধুঁকে।

মুক্তিযোদ্ধার বিপক্ষে জয় দিয়ে লিগ শুরু করলেও পরের তিন ম্যাচে আর কোন জয় পায়নি সাদা-কালোরা। পরপর দুই ম্যাচ ড্র করে চতুর্থ ম্যাচে এসে হেরেই গেলো তারা।

শুক্রবার বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে অনুষ্ঠিত ম্যাচে মোহামেডান ২-০ গোলে হেরে গেছে শেখ রাসেল ক্রীড়া চক্রের কাছে। শেখ রাসেলের জোড়া গোল করেছেন নাইজেরিয়ান ফরোয়ার্ড এমফন সানডে উদুহ।

চলতি মৌসুমে মোহামেডান এ নিয়ে ৮ ম্যাচ খেললো। এর মধ্যে তিনটি জিতেছে তিনটি হেরেছে ও দুটি ম্যাচ ড্র করেছে। লিগে চার ম্যাচে প্রথম হারলো তারা। চার ম্যাচ শেষে সাদাকালোদের পয়েন্ট ৫। টেবিলে তাদের অবস্থান তাদের ৫ নম্বরে।

এক ম্যাচ কম খেলা শেখ রাসেল ক্রীড়া চক্র দ্বিতীয় জয়ে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থ স্থানে। শেখ রাসেল বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাবের বিপক্ষে হার দিয়ে লিগ শুরু করে পর পর দুই ম্যাচ জিতলো চট্টগ্রাম আবাহনী ও মোহামেডানের বিপক্ষে।

মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে. মতিউর রহমান স্টেডিয়ামে শেখ জামাল ধানমন্ডি ক্লাব ১-১ গোলে ড্র করেছে চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে। শেখ জামালের গোল করেছেন গ্র্যানাডিয়ানসের স্টুয়ার্ট এবং চট্টগ্রাম আবাহনীর গোল করেছেন নাইজেরিয়ান ডেভিড।

চার ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে শেখ জামাল। অন্য দিকে তিন ম্যাচে ২ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে চট্টগ্রাম আবাহনী।