দিগন্ত যে দূরে


প্রকাশের সময় : জানুয়ারি ১১, ২০২৩, ১১:৩২ অপরাহ্ণ / ৯২
দিগন্ত যে দূরে
মুহাম্মদ সিরাজু ইসলাম
সবুজের বুকে এক চিলতে
পাহাড়ি মেঠোপথ
সুন্দর স্বর্ণালি মায়াবী নীড়
সাজানো  রাঙানো রথ।
নিরাশ নহে জীবন যুদ্ধে
বাঁকে খুঁজি সুখ,
সান্ত্বনার অস্থ ছায়ার নিচে
হাসিতে রাঙায় মুখ।
জীবন এমন সন্ধ্যা সাঁঝে
সাদা মেঘের ভেলা,
ক্ষণ রুদ্র  ক্ষণ বৃষ্টি
তাহার এ-তো খেলা।
এখনো শৃংখল বিহীন ছন্দ
উড়তে চাই আকাশে,
সুরভী হৃদয় নির্জ্জনতায়
মুক্ত বিহঙ্গ বাতাসে।
তাইতো চলি অজানা পথে,
অজানা একটি ভোরে,
 পাহাড়ী এই মেঠোপথে
দিগন্ত যে দূরে।