দাম বাড়িয়ে দেশকে শ্রীলঙ্কার দিকে ঠেলে দেওয়া হয়েছে


প্রকাশের সময় : আগস্ট ৬, ২০২২, ২:০০ অপরাহ্ণ / ৩৮৬
দাম বাড়িয়ে দেশকে শ্রীলঙ্কার দিকে ঠেলে দেওয়া হয়েছে

বিএনপি ও সমমনা দলের নেতারা বলছেন, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির মাধ্যমে দেশকে শ্রীলঙ্কার মতো অবস্থার দিকে ঠেলে দেওয়া হয়েছে। কিন্তু দেশকে শ্রীলঙ্কা বানানোর জন্য মুক্তিযুদ্ধ হয়নি। তাই এই সরকারের পতন ঘটিয়ে দেশকে বাঁচাতে হবে।

আজ শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এক সমাবেশে এমন মন্তব্য করেন বক্তারা। গতকাল শুক্রবার রাতে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ‘দেশ বাঁচাও মানুষ বাঁচাও’ ব্যানারে এই সমাবেশ করা হয়। এতে বিএনপি ও সমমনা দলের নেতা–কর্মীরা অংশ নেন।‌

সমাবেশে বিএনপির ভাইস চেয়ারম্যান শামছুজ্জামান দুদু বলেন, ‘গত ৫০ বছরে কোনো সরকার এভাবে জ্বালানি তেলের দাম বাড়িয়ে দেয়নি। কোনো কোনো ক্ষেত্রে ৫০ শতাংশের বেশি দাম বাড়ানো হয়েছে। এমনিতেই দেশে নিত্যপণ্যের দাম আকাশচুম্বী। মানুষের বাঁচার কোনো পথ নেই। চারদিকে শ্বাসরুদ্ধকর পরিস্থিতি বিরাজ করছে।’

সমাবেশে লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান বলেন, ‘২০১৪ ও ২০১৮ সালে দেশে ভোট হয়নি। এই সরকার ভোটে নির্বাচিত হলে কোনোভাবেই ৫০ শতাংশ জ্বালানি তেলের দাম বাড়াত না।