দহন জ্বালা  


প্রকাশের সময় : ডিসেম্বর ২১, ২০২২, ৭:৪৫ অপরাহ্ণ / ৮৪
দহন জ্বালা  
সৈয়দ ইসমাইল হোসেন জনি
দুঃখের জ্বালা সয়না প্রাণে
মনের ব্যথা আল্লায় জানে ,
মনকে বাধি মনের টানে
আপনজনে আঘাত হানে ।
বলতে আমি চাইনা কিছু
সবাই করে আমায় নিচু ,
চাইছি কলা পাইছি লিচু
ছুটছি মিছে সুখের পিঁছু ।
বুকের মাঝে  দহন জ্বালা
পরায় সবে কষ্টের মালা
মনের দুঃখে অন্তর কালা
পাইনা আমি সুখের তালা ।
জীবন নদী বইছে ছুটে
সবাই মাতে হরিরলুটে ,
আমার বুকে আঘাত জুটে
মরছি আমি মস্তক কুটে ।
চোখের জলে বালিশ ভিজে
সেসব কথা বলবো কি যে ?
দুঃখের ব্যথা সইছি নিজে
আপন লোকে আঘাত দিছে ।
গলায় দিছি দুঃখের মালা
সবাই করে অন্তর কালা  ,
আমার ভাগ্য নয়কো ভালা
পেলাম শুধু  দহন জ্বালা ।